ad720-90

নতুন গেইমিং কনসোল আনতে পারে নিনটেনডো


গত
বছর নিনটেনডো সুইচ নামের গেইমিং কনসোল বাজারে আনে জাপানি প্রতিষ্ঠানটি। বিশ্বের সবচেয়ে
জনপ্রিয় গেইমিং কনসোলের অন্যতম এই নিনেটেনডো সুইচ। এবার এটির আপডেটেড সংস্করণ আনার
পরিকল্পনা করছে নির্মাতা প্রতিষ্ঠানটি– খবর ওয়াল স্ট্রিট জার্নালের।

সরবরাহকারী
ও বিষয়টির সঙ্গে জড়িত ব্যক্তির বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়
২০১৯ সালের দ্বিতীয়ার্ধে নতুন গেইমিং কনসোল উন্মোচন করবে নিনটেনডো।

নতুন
কনসোলে কী কী পরিবর্তন আনা হবে তা এখনও ঠিক হয়নি। তবে, ব্রিটিশ ট্যাবলয়েড মিররের প্রতিবেদনে
বলা হয়, ডিভাইসটির সবচেয়ে বড় পরিবর্তনের একটি থাকবে এর পর্দায়।

ওয়াল
স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, “বর্তমানে সুইচ কনসোলে নিম্নমানের এলসিডি পর্দা
ব্যবহার করা হয়, যেখানে কিছু প্রযুক্তি বাদ দেওয়া হয়েছে, যা সাম্প্রতিক সময়ের সব স্মার্টফোন
এলসিডি পর্দাতেই থাকে।”

“এইসব
প্রযুক্তিসম্পন্ন আপডেটেড পর্দা আনা হলে এটি আরও উজ্জ্বল ও পাতলা হবে এবং কম শক্তি
খরচ করবে।”

নতুন
এই গেইমিং কনসোলে অ্যাপলের আইফোন X সিরিজের ওলেড পর্দা ব্যবহার করা হতে পারে বলেও ধারণা
করা হচ্ছে।

এ বিষয়ে
জানতে মিররের পক্ষ থেকে নিনটেনডো’র সঙ্গে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য পাওয়া যায়নি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar