ad720-90

বাংলাদেশ ও রাশিয়ার আইটি প্রতিষ্ঠানের চুক্তি


রাশিয়ার আইটি প্রতিষ্ঠান সফট লাইন ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলাদেশের অন্যতম আইটি প্রতিষ্ঠান মার্স সলিউশন লিমিটেডের সমঝোতা চুক্তি স্বাক্ষর। ছবি: সংগৃহীতদেশের আইটি সেক্টরে একযোগে কাজ করার লক্ষ্যে রাশিয়ার আইটি প্রতিষ্ঠান সফট লাইন ইন্টারন্যাশনালের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশের আইটি প্রতিষ্ঠান মার্স সলিউশন লিমিটেড। গত শুক্রবার রাজধানীর একটি হোটেলে এই চুক্তি স্বাক্ষর করেন সফট লাইন ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও ইগর পেতলিয়াকভ এবং মার্স সলিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম ই চৌধুরী শামীম।

বাংলাদেশসহ বিশ্বের ৫০টি দেশের আইটি সেক্টরে কার্যক্রম পরিচালনা করছে সফট লাইন ইন্টারন্যাশনাল। এই কার্যক্রমের মধ্য উল্লেখযোগ্য হলো সাইবার সিকিউরিটি, ক্লাউড সলিউশন, বিআই অ্যান্ড বিগ ডেটা, ডেটা সেন্টার, মাইক্রোসফট সলিউশন, ক্যাড অ্যান্ড জিআইএস সলিউশন, এন্টারপ্রাইজ মোবিলিটি, ডিজিটাল ল্যাব, ই-কমার্স সলিউশনসহ বিভিন্ন আইটি সার্ভিস প্রদান।

সফট লাইন ইন্টারন্যাশনাল বিশ্বের অন্যতম সাইবার সিকিউরিটি সলিউশন কোম্পানির একটি। তাদের গ্রাহকের মধ্যে রয়েছে কোকাকোলা, সিমেন্স, স্যামসাং, লুক ওয়েল, ইউনিক্রেডিট ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, এনইসি, ম্যাকডোনাল্ডস।

চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠানে সফট লাইন ইন্টারন্যাশনালের পক্ষে আরও উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এলাইয়া এঞ্জএগানভ, পান্ডুঘর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার মোহাম্মদ তৌহিদুজ্জামান, মানবসম্পদ উন্নয়ন করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান গোলাম হাবিব, গ্রুপ চিফ ফিন্যান্সিয়াল অফিসার মো. মজিবুর রহমান খান। মার্স সলিউশন লিমিটেডের পক্ষে পরিচালক দিলারা আফরোজ খান, আইটি বিভাগরে প্রধান মোহাম্মদ রাকিবুল হাসানসহ গ্রুপের অন্য ঊর্ধ্বতন বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar