ad720-90

নতুন পিক্সেল আনলো গুগল


আগের
কয়েক মাস ধরেই বিভিন্ন সময়ে বিভিন্ন তথ্য ও ছবি ফাঁস হয়েছে ডিভাইসটির। বাস্তবেও মিল
পাওয়া গেছে ফাঁস হওয়া তথ্য ও ছবির সঙ্গে।

নকশার
দিক থেকে আগের পিক্সেল ২-এর সঙ্গে পিক্সেল ৩-এর পার্থক্য খুব সামান্যই। পেছনে এবার
অ্যালুমিনিয়ামের পরিবর্তে কাঁচ ব্যবহার করেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি।
ফলে ওয়্যারলেস চার্জিংও সমর্থন করবে নতুন এই ফ্ল্যাগশিপ ফোনটি– খবর প্রযুক্তি সাইট
ভার্জের।

পিক্সেল
৩ ডিভাইসটিতে রাখা হয়েছে ৫.৫ ইঞ্চি পর্দা। আর পিক্সেল ৩ এক্সএল-এ রয়েছে ৬.৩ ইঞ্চির
নচযুক্ত পর্দা। পিক্সেল ৩ এক্সএল-এ ব্যবহার করা হয়েছে কিউএচডি+ পর্দা। আর পিক্সেল ৩-তে
এফএইচডি+ পর্দা। উভয় ডিভাইসের নিচে বেশ খানিকটা চিন বারও রয়েছে।

কোয়ালকম
স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসরের সঙ্গে চার গিগাবাইট র‍্যাম ব্যবহার করা হয়েছে ডিভাইসগুলোতে।
৬৪ ও ১২৮ গিগাবাইট স্টোরেজ মডেলে বাজারে আসবে নতুন ডিভাইস দু’টি।

পেছনে
১২.২ মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে সামনে ডুয়াল ৮ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে পিক্সেল
৩ ও পিক্সেল ৩ এক্সএল-এ।

নতুন
এই ডিভাইসটির সঙ্গে ‘পিক্সেল স্ট্যান্ড’ নামে ওয়্যারলেস চার্জিং স্টেশনও উন্মোচন করেছে
গুগল। আলাদাভাবে এই ডিভাইসটির দাম পড়বে ৭৯ মার্কিন ডলার।

পিক্সেল
৩ ডিভাইসগুলোর নিরাপত্তা বাড়ানোর দিকেও নজর দিয়েছে গুগল। নিরাপত্তা বাড়াতে ‘টাইটান
এম’ নিরাপত্তা চিপ বসানো হয়েছে এতে।

৬৪
গিগাবাইট পিক্সেল ৩ এক্সএল-এর বাজার মূল্য বলা হয়েছে ৮৯৯ মার্কিন ডলার আর ১২৮ গিগাবাইট
মডেলের মূল্য ৯৯৯ ডলার। অন্যদিকে ৬৪ গিগাবাইট পিক্সেল ৩-এর দাম ৭৯৯ ডলার এবং ১২৮ গিগাবাইট
মডেলের দাম ৮৯৯ ডলার।

সাদা,
কালো ও গোল্ড তিন রঙে উন্মোচন করা হয়েছে পিক্সেল ৩ ও পিক্সেল ৩ এক্সএল।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar