ad720-90

ফেইসবুক গ্রুপ চ্যাটিংয়ের পরিধি এখন ২৫০


বৃহস্পতিবার গ্রুপ চ্যাটিংয়ে গ্রাহক সংখ্যায় সমর্থন বাড়ায় সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যমটি।

চ্যাটিংয়ে সর্বোচ্চ গ্রাহক সংখ্যা আড়াইশ’ জন করার পাশাপাশি অডিও এবং ভিডিও কলের পরিধিও বাড়ানো হয়েছে।

নতুন আপডেটের পর গ্রুপ চ্যাটিংয়ে ৫০ জন পর্যন্ত অডিও এবং ভিডিও কলে অংশ নিতে পারবেন বলে প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তি সাইট ভার্জ।

আপডেটের ফলে প্রতিটি ফেইসবুক গ্রুপের আলাদা একটি গ্রুপ চ্যাটিং বক্স থাকবে। গ্রুপের সব সদস্যই ইন-গ্রুপ আলাপচারিতা দেখতে পারবেন। আর গ্রুপে ইতোমধ্যে রয়েছেন এমন গ্রাহক অন্যান্য গ্রাহককে আমন্ত্রণ পাঠাতে ও নিজে চ্যাটিংয়ে অংশ নিতে পারবেন।

গ্রাহক যতক্ষণ পর্যন্ত না গ্রুপ চ্যাটিংয়ের আমন্ত্রণে সাড়া দেবেন তাকে অহেতুক নোটিফিকেশন দিয়ে বিরক্ত করা হবে না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার থেকে নতুন আপডেট কার্যকর করতে শুরু করেছে ফেইসবুক। কয়েক দিনের মধ্যে এই ফিচারের সুবিধা নিতে পারবেন সব গ্রাহক।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar