ad720-90

বৈদ্যুতিক গাড়ির দৌড়ে হিউন্দাই


বৈদ্যুতিক
গাড়িতে এখন কম বেশি আগ্রহ রয়েছে প্রায় সব গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের। বর্তমানে এই
খাতে শীর্ষ স্থানে রয়েছে টেসলা ও ফোর্ড। এবার এই প্রতিযোগিতায় নিজেদের আরেক ধাপ এগিয়ে
নিচ্ছে হিউন্দাই।

কনা
ইলেকট্রিক নামে একটি ক্রসওভার স্পোর্টস ইউটিলিটি ভেইক্‌ল বানিয়েছে প্রতিষ্ঠানটি। গাড়িটি
ইতোমধ্যেই বাজারে আসতে প্রস্তুত বলে প্রতিবেদনে জানিয়েছে আইএএনএস।

বলা
হচ্ছে একবার পূর্ণ চার্জে বিলাসবহুল গাড়ি বাদে বাজারের অন্য যেকোনো বৈদ্যুতিক গাড়ির
চেয়ে বেশি পথ পাড়ি দিতে পারবে কনা। একবার চার্জে ২৫৮ মাইল চলবে নতুন এই বৈদ্যুতিক গাড়িটি।

৬৪
কিলোওয়াটআওয়ার লিথিয়াম-আয়ন পলিমার ব্যাটারি ব্যবহার করা হয়েছে কনা’য়।

এর
আগেও আয়নিক ইলেকট্রিক নামে আরেকটি বৈদ্যুতিক গাড়ি বাজারে এনেছে হিউন্দাই। একবার পূর্ণ
চার্জে ১২৪ মাইল যেতে পারে ওই গাড়িটি।

জীবাশ্ম
জ্বালানীচালিত কনা গাড়ির ওপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে নতুন কোনা ইলেকট্রিক।

বাইরে
থেকে দেখতে জীবাশ্ম জ্বালানীচালিত গাড়ির মতোই রাখা হয়েছে কোনা ইলেকট্রিক। তবে আগের
চেয়ে ০.৬ ইঞ্চি দৈর্ঘ্য ও ০.২ ইঞ্চি উচ্চতা বেড়েছে গাড়িটির।

ঠিক
কবে নাগাদ গাড়িটি বাজারে আসবে তা এখনও নিশ্চিত করেনি হিউন্দাই। আর গাড়িটির বাজার মূল্য
কতো হবে তাও জানানো হয়নি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar