ad720-90

সবচেয়ে পাতলা ফোন আনলো কিয়োসেরা


পাতলা
এই ফোনটির আকার ক্রেডিট কার্ডের সমান। ৫.৩ মিলিমিটার পাতলা ও ৪৭ গ্রাম ওজনের ফোনটিকে
বলা হচ্ছে ‘কার্ড ফোন’ কেওয়াই-০১এল। সামনের মাসে জাপানের সবচেয়ে বড় মোবাইল অপারেটর
এনটিটি ডোকোমো বাজারে আনবে এই ফোনটি- খবর প্রযুক্তি সাইট ভার্জের।

নতুন
এই ফোনটিকে বিশ্বের সবচেয়ে পাতলা ফোন দাবি করেছে ডোকোমো। ২.৮ ইঞ্চি মোনোক্রোম ই-পেপার
পর্দা রয়েছে ফোনটিতে। আর এলটিই সংযোগ সমর্থন করবে ডিভাইসটি।

৩৮০
মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি রয়েছে ডিভাইসটিতে। ফোনটিতে রাখা হয়নি কোনো ক্যামেরা
বা অ্যাপ স্টোর। কিন্তু ইন্টারনেট ব্রাউজিংয়ের জন্য একটি ব্রাউজার রয়েছে এতে।

ডোকোমোর
কার্ড ফোনটিকে বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন দাবি করা হলেও সে দাবি করতে পারে মটোরলাও।
২০১৬ সালে মোটো জেড স্মার্টফোন আনে প্রতিষ্ঠানটি, যা ছিল ৫.২ মিলিমিটার পুরু। কিন্তু
ডিভাইসটিতে বড় একটি ক্যামেরা বাম্প ছিল বলে আপাতত নতুন কার্ড ফোনকেই সবচেয়ে পাতলা ধরা
যেতে পারে।

নতুন
কেওয়াই-০১এল কার্ড ফোনটির বাজার মূল্য বলা হয়েছে ৩০০ মার্কিন ডলার।

 





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar