ad720-90

চীনের সহায়তায় মহাকাশে মানুষ পাঠাবে পাকিস্তান


২০২২ সালে মহাকাশে মানুষ পাঠাবে পাকিস্তান। প্রধানমন্ত্রী হিসাবে ইমরান খানের প্রথম বেইজিং সফরের প্রাক্কালে বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছেন পাক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরি। চীনের সহায়তায় পাকিস্তান এই প্রথমবারের মতো মহাকাশে মানুষ পাঠাবে। এর আগে ২০২২ সালেই মহাকাশে মানুষ পাঠানোর ঘোষণা দিয়েছিল ভারত।

২০২২ সালে পাকিস্তানের প্রথম মহাকাশ অভিযানের পরিকল্পনা করা হয়েছে। ইমরানের নেতৃত্বে ফেডারেল ক্যাবিনেটের বৈঠকে এর অনুমোদিন দেয়া হয়েছে। তথ্যমন্ত্রী বলেছেন, পাকিস্তান স্পেস অ্যান্ড আপার অ্যাটমসফিয়ার রিসার্চ কমিশন ও একটি চীনা কোম্পানির মধ্যে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চলতি বছর চীনা উত্ক্ষেপণ যানের মাধ্যমে দু’টি দেশীয় প্রযুক্তিতে নির্মিত উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে পাকিস্তান। আগামী ৩ নভেম্বর চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ইমরান খান। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি খেক্যিয়ানের সঙ্গে বৈঠক করবেন তিনি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar