ad720-90

চীনে রোবট ‘বানাবে’ রোবট


চীনের শাংহাইতে ১৫ কোটি মার্কিন ডলারে নতুন একটি কারখানা বানাবে প্রতিষ্ঠানটি। দেশটিতে কারখানায় কাজে লাগানোর রোবট বানানোর দিক থেকে শীর্ষে রয়েছে সুইস এই প্রতিষ্ঠানটি– খবর রয়টার্সের।

এবিবি’র চীনা রোবোটিকস ক্যাম্পাসের পাশেই বানানো হবে নতুন কারখানা। ২০২২০ সালে কারখানাটি চালু করা হবে বলে ধারণা করা হচ্ছে।

কারখানাটিতে বানানো রোবট চীনসহ এশিয়ার বিভিন্ন দেশে সরবরাহ করা হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের পর বর্তমানে এবিবি’র দ্বিতীয় বৃহত্তম বাজার হলো চীন।

এবিবি’র প্রধান নির্বাহী উলরিচ স্পিসোফের বলেন, “এবিবি এবং বিশ্বে প্রযুক্তিতে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে শাংহাই একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে।”

কর্মীদের মজুরি বেড়ে যাওয়ায় কর্মক্ষেত্রে দিন দিন রোবটের সংখ্যা বাড়াচ্ছে চীন। এবিবি’র পক্ষ থেকে বলা হয়, ২০১৭ সালে বিক্রি হওয়া প্রতি তিনটি রোবটের মধ্যে একটি গেছে চীনে। প্রায় ১৩৮০০০ রোবট কিনেছে দেশটি।

চীনে এবিবি’র নতুন কারখানার আয়তন হবে ৭৫ হাজার বর্গফুট। কারখানাতে মানুষ ও রোবট যাতে নিরাপদে কাজ করতে পারে সেজন্য এখানে সফটওয়্যার ব্যবহার করা হবে। আর মানুষের পাশাপাশি প্রতিষ্ঠানে ‘ইউমি’ রোবটকেও কাজে লাগানো হবে কারখানাটিতে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar