ad720-90

টিকটক-এর মালিক সবচেয়ে দামি স্টার্টআপ


চীনা
এই প্রতিষ্ঠান সম্প্রতি জাপানি প্রযুক্তি প্রতিষ্ঠান সফটব্যাংকের কাছ থেকে তিনশ’ কোটি
ডলার বিনিয়োগ সংগ্রহের পর প্রতিষ্ঠানটি এ অবস্থায় এসেছে বলে খবর প্রকাশ করেছে ব্লুমবার্গ।
বাইটড্যান্স টিকটক ছাড়াও বিভিন্ন সংবাদ একত্র করে দেখানো সেবা টোওটিয়াও-এর মালিক। বর্তমানে
এই প্রতিষ্ঠানের মোট বাজারমূল্য ৭৫০০ কোটি ডলার।

এর
আগে ৭২০০ কোটি ডলার বাজারমূল্য এই শীর্ষস্থান দখলে রেখেছিল অ্যাপভিত্তিক পরিবহন সেবাদাতা
মার্কিন প্রতিষ্ঠান উবার। ২০১৯ সালে উবার শেয়ারবাজারে যাত্রা শুরু করবে, সে সময় এর
বাজারমূল্য হবে ১২০০০ কোটি ডলার।

টিকটক
অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা মিউজিকের সঙ্গে ঠোঁট মিলিয়ে বা নেচে রেকর্ড করে তা প্রচার
করতে পারেন। ২০১৭ সালের নভেম্বরে একই খাতের প্রতিষ্ঠান মিউজিক্যালি-কে কিনে নিয়েছিল
বাইটড্যান্স। এরপর টিকটক আর মিউজিক্যালি একত্র হয়ে নতুনভাবে যাত্রা শুরু করে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar