ad720-90

নতুন ম্যাকবুক এয়ার আনলো অ্যাপল


নতুন এই ম্যাকবুক এয়ারে আনা হয়েছে ১৩.৩ ইঞ্চির রেটিনা ডিসপ্লে। এই ডিসপ্লের রঙ আগের ম্যাকবুক এয়ারগুলোর তুলনায় আরও উন্নত ও এর বেজেল আরও সরু বলে প্রতিবেদনে জানিয়েছে বিজনেস ইনসাইডার।

৩০ সেপ্টেম্বর আনা নতুন ম্যাকবুক এয়ার

৩০ সেপ্টেম্বর আনা নতুন ম্যাকবুক এয়ার

এই ম্যাকবুক এয়ার ফিঙ্গারপ্রিন্ট আনলকিংয়ের জন্য টাচ আইডি রাখা হয়েছে। নিরাপত্তা বাড়াতে এই টাচ আইডি ব্যবস্থায় অ্যাপলের টি২ নিরাপত্তা চিপ ব্যবহার করা হয়েছে।

ল্যাপটপটিতে যোগ করা হয়েছে তৃতীয় প্রজন্মের বাটারফ্লাই কিবোর্ড, রয়েছে আলাদা আলাদা কি হাইলাইট। কিবোর্ডের নিচে রাখা হয়েছে একটি ফোর্স টাচ ট্র্যাকপ্যাড, আগের ম্যাকবুক এয়ারের তুলনায় এই ট্র্যাকপ্যাড ২০ শতাংশ বেশি বড় বলে জানিয়েছে অ্যাপল।

৩০ সেপ্টেম্বর আনা নতুন ম্যাকবুক এয়ার

৩০ সেপ্টেম্বর আনা নতুন ম্যাকবুক এয়ার

অডিও’র ক্ষেত্রেও নতুন ম্যাকবুক এয়ার আরও উন্নত হয়েছে। অ্যাপলের তথ্যমতে, এটি পুরানো মডেলগুলোর তুলনায় ২৫ শতাংশ বেশি জোরে বাজতে সক্ষম আর এর বেস হয়েছে দ্বিগুণ। সেইসঙ্গে স্টেরিও সাউন্ড করা হয়েছে আরও বিস্তৃত।

এই ডিভাইসটিতে রাখা হয়েছে দুটি ইউএসবি-সি/থান্ডারবোল্ট ৩ পোর্ট, অনেকটা অ্যাপলের সাম্প্রতিক ম্যাকবুক প্রো সিরিজের মতো। এতে রয়েছে একটি হেডফোন জ্যাকও। 

৩০ সেপ্টেম্বর আনা নতুন ম্যাকবুক এয়ার

৩০ সেপ্টেম্বর আনা নতুন ম্যাকবুক এয়ার

ইনটেল-এর অষ্টম প্রজন্মের ডুয়াল-কোর চিপ ব্যবহৃত এই ম্যাকবুক এয়ারে ১৬জিবি পর্যন্ত র‍্যাম ব্যবহার করা যাবে। এতে রাখা এসএসডি স্টোরেজ আগের মডেলের তুলনায় ৬০ শতাংশ দ্রুততর, এর ক্ষমতা দেড় টেরাবাইট পর্যন্ত।

নতুন ম্যাকবুক এয়ার-এর ব্যাটারি একবার পুরো চার্জ দিলে তা দিয়ে টানা ১৩ ঘণ্টা আইটিউন্স মুভি চালানো যাবে বলেই ভাষ্য অ্যাপলের।

৩০ সেপ্টেম্বর আনা নতুন ম্যাকবুক এয়ার

৩০ সেপ্টেম্বর আনা নতুন ম্যাকবুক এয়ার

প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই ডিভাইস আগের মডেলের চেয়ে ১৭ শতাংশ কম জায়গা নেবে ও ১০ শতাংশ পাতলা। ২.৭৫ পাউন্ডের ডিভাইসটি শতভাগ পুনর্ব্যবহার করা অ্যালুমিনিয়াম দিয়ে বানানো হয়েছে।

সিলভার, স্পেস গ্রে, রোজ গোল্ড রঙে আসা এই ম্যাকবুকের দাম শুরু হচ্ছে ১১৯৯ ডলার থেকে। মঙ্গলবার থেকে এর জন্য প্রি-অর্ডার দেওয়া যাবে আর ৭ নভেম্বর থেকে এটি বাজারে পাওয়া যাবে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar