ad720-90

শেষ তিন মাসে ফেইসবুকের লাভ ৫১৩ কোটি ডলার


৩০
সেপ্টেম্বর শেষ হওয়া এই প্রান্তিক নিয়ে মঙ্গলবার এক প্রতিবেদন প্রকাশ করেছে ফেইসবুক।
এতে বলা হয়, প্রতিষ্ঠানটির মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা এখন ২২৭ কোটি হয়েছে, যা
আগের বছরের একই সময়ের তুলনায় ১০ শতাংশ বেশি। আর দৈনিক সক্রিয় ব্যবহারকারীর ক্ষেত্রে
অংকটা আগের বছরের একই প্রান্তিকের তুলনায় নয় শতাংশ বেড়ে ১৪৯ কোটি হয়েছে।

এই
তথ্য প্রকাশের পর প্রতিষ্ঠানটির শেয়ারমূল্য তিন শতাংশ বেড়ে যায় বলে উল্লেখ করা হয়েছে
আইএএনএস-এর প্রতিবেদনে।  

অঞ্চলভেদে
বিজ্ঞাপন থেকে ফেইসবুকের সবচেয়ে বেশি আয় এসেছে এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে, যা মোট
বিজ্ঞাপনী আয়ের ৩৮ শতাংশ। এরপরই ইউরোপ থেকে এসেছে ৩৪ শতাংশ ও উত্তর আমেরিকা থেকে ৩৩
শতাংশ।  

ছবি- ফেইসবুক

ছবি- ফেইসবুক

ছবি- ফেইসবুক

ছবি- ফেইসবুক

ফেইসবুক
সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেন, “আমাদের সম্প্রদায় আর ব্যবসা
দ্রুত উন্নতি অব্যাহত রেখেছে, আর এখন প্রতিদিন আরও দুইশ’ কোটি মানুষ আমাদের অন্তত একটি
সেবা ব্যবহার করছেন।”

নিজের
দেওয়া ফেইসবুক পোস্টটিতে জাকারবার্গ আরও বলেন, “ব্যক্তিগত মেসেজিং আর স্টোরিজ নিয়ে
আমরা সর্বোচ্চ সেবা তৈতি করছি, আর ভিডিও এবং বাণিজ্য নিয়ে সামনে প্রচুর সুযোগ রয়েছে।”

প্রতিষ্ঠানটির
পক্ষ থেকে বলা হয়, প্রতি মাসে ২৬০ কোটিরও বেশি মানুষ এখন ফেইসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম
বা মেসেঞ্জার ব্যবহার করেন। গড়ে প্রতিদিন ফেইসবুকের অন্তত একটি সেবা ব্যবহার করেন দুইশ’
কোটিরও বেশি লোক। 

বর্তমানে
এই সোশাল জায়ান্টের মোট কর্মী ৩৩,৬০৬ জন। ২০১৭ সালে নিয়োগপ্রাপ্তদের মধ্যে অধিকাংশ
কারিগরি খাতে যুক্ত। 





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar