ad720-90

বাজারে আসছে ‘হাইড্রোজেন ওয়ান’ স্মার্টফোন


অবশেষে ভার্চুয়াল ও অগমেন্টেড রিয়ালিটি প্রযুক্তি সুবিধার হলোগ্রাফিক স্মার্টফোন বাজারে আনছে রেড। সব কিছু ঠিক থাকলে ২ নভেম্বর যুক্তরাষ্ট্রের বাজারে আসবে ‘হাইড্রোজেন ওয়ান’ নামের স্মার্টফোনটি।

অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ৫.৭ ইঞ্চি স্ক্রিনের স্মার্টফোনটিতে ত্রিমাত্রিক ছবি বা ভিডিও দেখা যাবে। অর্থাৎ স্ক্রিনের ভেতরে নয়, বরং স্ক্রিনের বাইরে নির্দিষ্ট বস্তু বা ব্যক্তির চেহারার অবয়ব দেখা যাবে। এসব ছবি দেখার জন্য ব্যবহারকারীদের আলাদা করে ভার্চুয়াল হেডসেট বা ত্রিমাত্রিক (থ্রিডি) চশমাও পরতে হবে না। এ জন্য গতানুগতিক স্ক্রিনের বদলে স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে ‘ফোরভি’ প্রযুক্তির হলোগ্রাফিক স্ক্রিন। বিশেষ ধরনের স্ক্রিনটি দুই লেন্সের ত্রিমাত্রিক (থ্রিডি) ক্যামেরার তুলনায় আরো ভালোভাবে ত্রিমাত্রিক ছবি বা ভিডিও ধারণ করে প্রদর্শন করতে পারে। স্মার্টফোনটি কিনতে গুনতে হবে এক হাজার ২৯৫ ডলার।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar