ad720-90

আইওএস ১২.১-এ নতুন লকস্ক্রিন ত্রুটি


ত্রুটির কারণে ডিভাইসটি লক করা থাকলেও গ্রাহকের কন্টাক্টস তথ্য দেখা যাবে। পাসকোড ছাড়াই ফেইস টাইম কল এবং নতুন গ্রুপ ফেইস টাইম ফিচার ব্যবহার করা যাবে এর মাধ্যমে– খবর প্রযুক্তি সাইট ভার্জের।

চলতি সপ্তাহের মঙ্গলবারই নতুন আপডেট উন্মুক্ত করেছে অ্যাপল। এর কয়েক ঘন্টার মধ্যেই এতে ত্রুটি বের করেছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা।

এর আগে আইওএস ১২.০.১-এর লকস্ক্রিনেও ত্রুটি ছিল। ডিভাইস আনলক না করেই গ্রাহকের সাম্প্রতিক ছবি দেখতে পারতেন ব্যবহারকারী। নতুন আপডেটের পর এর সঙ্গে যোগ হলো আরেক ত্রুটি।

ত্রুটিগুলোর কারণে যে কেউ গ্রাহকের ডিভাইসটি হাতে পেলে তাকে হয়রানি করতে পারেন। গ্রাহক ডিভাইসটি কোথাও রাখলে পারিবারিক সদস্য বা অন্য যে কেউ ডিভাইসটি হাতে নিয়ে এই ত্রুটির সুযোগ নিতে পারেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

লকস্ক্রিনে ত্রুটি অ্যাপলের জন্য বেশ পুরানো। ২০১৩ সালে আইওএস ৬.১-এ ত্রুটির কারণে পাসকোড ছাড়াই ফোন রেকর্ড, কন্টাক্টস এবং ছবি দেখা যেত। আইওএস ৭-এও একই ধরনের ত্রুটি ছিল। আর আইওএস ৮.১ -এ এই ত্রুটি আরও বিস্তৃত হতে দেখা গেছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar