ad720-90

ভ্রমণকারী মিথ্যা বলছে কিনা জানাবে এআই প্রযুক্তি


নিউ সায়েন্টিস্ট-এ প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গেছে, হাঙ্গেরি, গ্রিস ও লাতভিয়ার চারটি বর্ডার ক্রসিং পয়েন্টে এই নতুন সিস্টেমটির ছয় মাসব্যাপী একটি পরীক্ষামূলক ব্যবহার চালাবে ইউ।

 

এই প্রক্রিয়ায় প্রাক-স্ক্রিনিংয়ের সময়, ব্যবহারকারীদের তাদের পাসপোর্ট, ভিসা এবং তহবিলের প্রমাণ আপলোড করতে হবে। তারপর কম্পিউটার-জেনারেটেড বর্ডার গার্ড ওয়েবক্যামে তাদের বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করবে। ব্যবহারকারীদের ছোট ছোট এক্সপ্রেশনগুলো বিশ্লেষণ করে সিস্টেমটি তখন জানিয়ে দিবে যে, ভ্রমণকারী মিথ্যা বলছে কিনা এবং সে ঠিক কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে।

আপনার স্যুটকেসে কী আছে? যদি আপনার স্যুটকেসটি খোলা হয় এবং ভিতরে যা আছে তা দেখা হয় তবে আপনার দেয়া উত্তরগুলো কি সত্য বলেই প্রমাণিত হবে?- ভ্রমণকারীদের মূলত এ ধরনেরই প্রশ্নই করা হবে।

এই প্রশ্ন-উত্তর পরীক্ষায় যারা পাস করবেন, তাদেরকে একটি কিউআর কোড দেয়া হবে যার মাধ্যমে তারা ভ্রমণের অনুমতি পাবে। আর যদি সিস্টেম কারো বিষয়ে সন্দেহ প্রকাশ করে তবে তার বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হবে এবং পরবর্তী ধাপ হিসেবে মানুষের সহায়তা নেওয়া হবে অর্থাৎ নিরাপত্তা কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে।

অবশ্যই এই ধরনের সিস্টেম কতটা সঠিক তথ্য প্রদান করবে তা নিয়ে এখনো প্রশ্ন রয়ে গেছে। ‘আই বর্ডার কন্ট্রোল’ এখনও তার প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং গবেষক দলটির এক সদস্য নিউ সায়েন্টিস্টকে জানিয়েছেন যে, প্রাথমিক পরীক্ষামূলক ব্যবহারে এর সাফল্যের হার ছিল ৭৬ শতাংশ।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar