ad720-90

যেসব কারণে শখের ফোনটি দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে


মোবাইল ফোনের সৌন্দর্য কে না চায়। কিন্তু আমাদের প্রতিনিয়ত ব্যবহার বিধির অনেক সমস্যার কারণে প্রিয় মুঠোফোনটি হারিয়ে ফেলতে পারে এর সৌন্দর্য ও আয়ু। জেনে নিন কোন কারণে দ্রুত নষ্ট হয়ে যেতে পারে আপনার পছন্দের মোবাইল ফোনটি।

মুঠোফোনটি এমন কোথাও রাখবেন না তো যেখানে সরাসরি পড়ে রোদ? রোদ পড়ে এমন কোথাও দীর্ঘক্ষণ মোবাইল ফোন রাখার ফলে ফোনটি অতিরিক্ত গরম হয়ে যায়। এতে দ্রুত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে শখের ফোনটির।

অজানা অথবা নির্ভরযোগ্য নয় এমন সোর্স থেকে আপস ডাউনলোড করবেন না। এতে আপনার ফোনে ঢুকে যেতে পারে ভাইরাস।

ফোনের বাইরের অংশ তো ঝকঝকে পরিষ্কার, ভেতরটা ঠিক মতো পরিষ্কার করছেন তো? ভেতরে ঢুকে পড়া ময়লা ও ধুলা আয়ু কমিয়ে দিতে পারে ফোনের। নিজে পরিষ্কার করতে না পারলে নির্দিষ্ট সময় পর পর দোকানে নিয়ে পরিষ্কার করুন ফোনের ভেতরের অংশ।

কভার ছাড়া ব্যাগে রাখবেন না আপনার পছন্দের মোবাইল ফোনটি।

মোবাইল ফোনের আসল ব্যাটারি বদলে সস্তা কোনও ব্যাটারি লাগাবেন না।

প্যান্টের পেছনের পকেটে ফোন রাখবেন না। অপর একটি মোবাইল ফোনের চার্জার দিয়ে ফোন চার্জ না দেওয়াই ভালো।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar