ad720-90

U-Dictionary এর ডাউনলোডকৃত অফলাইন বাংলা ডিকশনারি ফাইলটি হারিয়ে গেলে আবার ডাটা দিয়ে ডাউনলোড করতে হবে না। ব্যাকাপ করে রাখুন।


U-Dictionary নিয়ে একটা পোস্ট করেছিলাম।
যাতে একটি অফলাইন ডিকশনারি ফাইল ডাউনলোড করতে হতো। English→Bangla ডিকশনারি ফাইল।

ঐ ফাইলটা হয়তো কোন সময় হারিয়ে যেতে। কেননা আপনি হয়তো অ্যাপটা আনইন্সটল করতে পারেন কিংবা Clear Data করতে পারবেন।

ফলে আবার অ্যাপটির দরকার পড়লে ঐ ফাইলটা ডাউনলোড করতে হবে। এমবিও লাগবে।

এজন্য এই পোস্টে দেখাব, ঐ ফাইলটি হারিয়ে গেলেও আবার দরকার হলে ডাউনলেড করতে হবে না।

চলুন শুরু করা যাক:

প্রথমে মোবাইলের My Files (ফাইল ম্যানেজার) এ যান।

Device Storage এ যান।

U-Dictionary ফোল্ডারে যান।

offline ফোল্ডারে যান।

English→Bangla (বাংলা).dat ফাইলটা সিলেক্ট করুন।

মেনুতে ক্লিক করে Copy অপশন সিলেক্ট করুন।

এবার ফাইলটা মেমোরি কার্ডে রাখবার জন্য SD memory card সিলেক্ট করুন।

Past here ক্লিক করে ফাইলটা মেমোরিতে রেখে দিন।


ফাইল ব্যাকাপ রাখারার কাজ শেষ!

এবার দেখুন, অ্যাপটার ডাটা ক্লিক করে দিয়েছি।

এখন যদি অ্যাপটা চালু করেন নিশ্চয় ডাটা দিয়ে ফাইলটা আবার ডাউনলোড করতে হবে।
কিন্তু না!
নিচের ট্রিক্সটা দেখে আমাদের একটু পূর্বে যে ফাইলটা মেমোরিতে ব্যাকাপ (জমা) করে রেখেছিলাম, সেটা অ্যাপের ডাটাতে সেট করে দিতে হবে। তাহলে আবার ডাটা দিয়ে অফলাইন ডিকশনারির English→Bangla (বাংলা) ফাইলটা ডাউনলোড করতে হবে না।

চলুন, আবার শুরু করি। ডাটা কানেকশন (এমবি না থাকলেও চলবে) দিয়ে U-Dictionary অ্যাপটা ওপেন করুন।

উপরে English → English এ চাপুন।

English → Bangla (বাংলা) এর পাশের ↓ (ডাউনলোড আইকন) এ ক্লিক করুন।

এখন ডাউনলোড চলতেছে। কিন্তু ডাটা (এমবি) না থাকায় তা ডাউনলোড হবে না।

U-Dictionary অ্যাপটা রিসেন্ট থেকে কেটে দিয়ে My Files (ফাইল ম্যানেজার) এ যান।

যেখানে ঐ dat ফাইলটা রেখেছিলেন ওখানে যান।
আমি SD memory card এ রেখেছিলাম। এজন্য তা সিলেক্ট করলাম।

English→Bangla (বাংলা).dat ফাইলটা সিলেক্ট করুন।

মেনুতে ক্লিক করে Copy সিলেক্ট করুন।

Device Storage এ যান।

U-Dictionary ফোল্ডারে যান।


offline ফোল্ডারে যান।

এখন এখানে কোন English→Bangla (বাংলা).dat ফাইল না থাকলে Past here এ ক্লিক করে পেস্ট করে দিন। আর যাদি English→Bangla (বাংলা).dat ফাইল আগে থেকেই থাকে তাহলে তা ডিলেট করে তারপর ঐ সিলেক্ট করা ফাইলটা পেস্ট করবেন।

এবার U-Dictionary অ্যাপটা ওপেন করুন।

উপরে English → English এ চাপুন।

English → Bangla (বাংলা) এর উপর ক্লিক করে তা সিলেক্ট করে নিন।

এবার দেখুন কিছু লিখলে বাংলা আসছে।

এভাবে U-Dictionary এর ডাউনলোডকৃত অফলাইন ফাইলটা হারিয়ে গেলেও আবার নতুন করে ডাউনলোড করতে হবে না।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar