ad720-90

সিঙ্গলস ডে’র মোবাইল বিক্রিতে শীর্ষে অ্যাপল


এদিন
বিভিন্ন খাতে সবচেয়ে বেশি গ্রস মার্চেন্ডাইজিং ভ্যালু বা জিএমভি অর্জন করা পণ্যগুলোর
তালিকা প্রকাশ করেছে আলিবাবা। গ্রস মার্চেন্ডাইজিং ভ্যালু বলতে অনলাইন খুচরা বিক্রির
প্ল্যাটফর্মে বিক্রি হওয়া পণ্যের মোট দামকে বোঝানো হয়। মোবাইল ফোন খাতে তালিকায় সবার
উপরে ছিল অ্যাপলের নাম, তবে অ্যাপলের কত সংখ্যক ইউনিট ডিভাইস বিক্রি হয়েছে বা এক্ষেত্রে
জিএমভি কত তা নিয়ে কোনো তথ্য প্রকাশ করেনি আলিবাবা।

সিঙ্গলস
ডে-তে ১০০০ কোটি ইউয়ান বা ১.৪৩৬ কোটি ডলারের বেশি পণ্য বিক্রি করেছে ২৩৭টি প্রতিষ্ঠান,
এগুলোর মধ্যে অ্যাপল একটি বলে উল্লেখ করা হয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র প্রতিবেদনে।

কোন
মডেলের আইফোন কেমন বিক্রি হয়েছে তা নিয়েও কোনো সংখ্যা প্রকাশ করেনি আলিবাবা।

চীনের
সবচেয়ে বড় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে সম্প্রতি বিশ্বব্যাপী বাজার শেয়ারের
দিক থেকে করা তালিকায় অ্যাপলকে সরিয়ে দ্বিতীয় স্থান দখল করে। সিঙ্গলস ডে-র তালিকায়
অ্যাপলের পরেই ছিল এর অবস্থান, তারপর তৃতীয় স্থানে ছিল ছিল আরেক চীনা প্রতিষ্ঠান শিয়াওমি।
চীনে কিছুটা সময় ধরে বাজে সময় পার করা বিশ্বের শীর্ষ স্মার্টফোন বিক্রেতা প্রতিষ্ঠান
স্যামসাংয়ের অবস্থান এই তালিকায় অষ্টমে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar