ad720-90

৪টি রিয়ার ক্যামেরা নিয়ে আসছে Samsung Galaxy A9


একটা, দু’টো বা তিনটে নয়। একেবারে ৪টি ক্যামেরা। ৪ ক্যামেরাওয়ালা Samsung-এর Galaxy A9 নাকি লঞ্চ হতে চলেছে এই মাসেই। 

সূত্রের খবর, Galaxy A9-এর ২টি ভেরিয়্যান্ট লঞ্চ করতে পারে Samsung. একটি ৬জিবি-১২৮ জিবি, অন্যট্ ৮জিবি – ১২৮ জিবি। দুটি ফোনেই ৫১২ জিবি পর্যন্ত মেমরি কার্ড লাগানো যাবে।

গত মাসেই মালেশিয়াতে ফোনটি লঞ্চ করেছে Samsung. সেখানে ফোনটির দাম রাখা হয়েছে ৫১,৩০০ টাকা। 

Samsung Galaxy A9-এ রয়েছে ৬.৩ ইঞ্চি Full HD Plus ইনফিনিটি ডিসপ্লে। ফোনটিতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ চিপসেট। তবে সব থেকে আকর্ষণীয় বিষয় হল এই ফোনে রয়েছে ৪টি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরার রেজলিউশন ২৪ মেগাপিক্সেল, লেন্সের সর্বনিম্ন অ্যাপারচার f/1.7. রয়েছে একটি 2X টেলিফটো ক্যামেরা, যার সর্বনিম্ন অ্যাপারচার f/2.4. রয়েছে আরও ১টি আলট্রা ওয়াইড ক্যামেরা। যার ফিল্ড অফ ভিউ ১২০ ডিগ্রি। এছাড়া রয়েছে একটি ৫ মেগাপিক্সেলের ডেফথ সেন্সর। এছাড়া একটি ২৪ মেগাপিক্সেল f/2.0 ফ্রন্ট ক্যামেরা।

ফোনটিতে রয়েছে USB C পোর্ট, ৩.৫ মিমি হেডফোন জ্যাক। রয়েছে ৩,৮০০ mAh ব্যাটারি ।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar