ad720-90

গুগল সার্চেই করা যাবে কমেন্ট


এই
ফিচার এখনও চালু না হলেও এটি কীভাবে কাজ করবে তা নিয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে একটি
বর্ণনা দেওয়া হয়েছে, শনিবার এ খবর জানিয়েছে ‘সার্চ ইঞ্জিন জার্নাল’। 

এর
মাধ্যমে সামাজিক মাধ্যমগুলোতে পাওয়া যায় এমন কিছু প্রচলিত নির্দিষ্ট ফিচার গুগল সার্চে
চলে আসবে। ব্যবহারকারীরা শুধু অন্য ব্যবহারকারীদের দেওয়া কমেন্ট পড়তে পারবেন তা নয়,
সেইসঙ্গে ওই কমেন্টগুলো ‘লাইক’ বা ‘ডিজলাইক’ করতেও পারবেন।  

এ ছাড়াও
সরাসরি কোনো খেলা চলার সময়ও সেখানে কমেন্ট করতে পারবেন ব্যবহারকারীরা, বলা হয়েছে আইএএনএস-এর
প্রতিবেদনে।

গুগলের
বর্ণনায় বলা হয়, “নীতিমালা মেনে চলে না এমন কমেন্টগুলো দেখানো হবে না।” এতে আরও বলা
হয়, “আপনাদের কমেন্টগুলো প্রকাশ্য, তাই আপনি যা লিখেছেন তা সবাই দেখতে পারবেন। আপনার
কমেন্টের সঙ্গে আপনার অ্যাবাউট মি পেইজে যে নাম আছে তা দেখানো হবে। আপনি পরিচয় প্রকাশ
না করে কোনো কমেন্ট করতে পারবেন না।”

এর
মানে হচ্ছে কোনো ব্যবহারকারী তার গুগল অ্যাকাউন্টে সাইন-ইন না করে কমেন্ট করতে পারবেন
না।

একবার
কমেন্ট করার পর অবশ্য পরে তা মুছে ফেলতে পারবেন ব্যবহারকারীরা।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar