ad720-90

চেহারায় ইমোজি নকল করতে পারেন? কতটুকু?


শুক্রবার
এক ব্লগ পোস্টে মাইক্রোসফটের প্রোগ্রাম ম্যানেজার কিলিয়ান ম্যাককয় বলেন, “আপনি যখন
কোনো ইমোজি নকল করেন তখন ইমোজি৮ আপনার মুখের ভঙ্গি নির্ণয়ে উইন্ডোজের মেশিন লার্নিং
ব্যবহার করে। ইন্টারনেট সংযোগ না থাকলেও এটি আপনি ব্যবহার করতে পারবেন।” 

২০১৮
সালের অক্টোবরে আসা উইন্ডোজ আপডেট করছেন এমন ব্যবহারকারীরা এই অ্যাপ ব্যবহার করতে পারবেন।
মাইক্রোসফট স্টোর থেকে এটি বিনামূল্যে পাওয়া যাবে।

এই
অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা সবচেয়ে ভালো নাম্বার পেয়েছেন এমন ছবিগুলো একত্র করে
জিফও বানাতে পারবেন।

মেশিন
লার্নিংয়ের ক্ষমতা কেমন আর এটি কত দ্রুত কাজ করতে সক্ষম তা ইমোজি৮ অ্যাপটি দিয়ে বোঝা
যাবে বলে উল্লেখ করা হয়েছে প্রযুক্তি সাইট ভার্জ-এর প্রতিবেদনে। 





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar