ad720-90

পর্নোগ্রাফি ছড়ানোয় অ্যাপ স্টোর থেকে গায়েব টাম্বলার


১৬ নভেম্বর থেকেই অ্যাপ স্টোরে নেই টাম্বলার-এর আইওএস অ্যাপটি। ঠিক কী কারণে অ্যাপটি সরানো হয়েছে প্রাথমিকভাবে তার কোনো স্পষ্ট ব্যাখা জানানো হয়নি। তখন প্রতিষ্ঠানটির পক্ষ থেকে শুধু বলা হয়, “আইওএস অ্যাপের সমস্যা সমাধানে তারা কাজ করছে।”

পরবর্তীতে জানা যায়, প্ল্যাটফর্মে শিশু পর্নোগ্রাফি উপাদান ছড়ানোয় অ্যাপটি সরিয়ে দিয়েছে অ্যাপল। এক বিবৃতিতে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছে ইয়াহু মালিকানাধীন সামাজিক মাধ্যমটি– খবর প্রযুক্তি সাইট ভার্জের।

টাম্বলার-এর বিবৃতিতে বলা হয়, “প্ল্যাটফর্মে যখন কোনো ছবি আপলোড করা হয় তখন শিশুদের যৌন হয়রানিমূলক উপাদানের একটি ডেটাবেইস দিয়ে তা স্ক্যান করে হয়রানিমূলক ছবিগুলো ফিল্টার করা হয়, যে ছবিগুলো পাওয়া গেছে সেগুলো ডেটাবেইসে না থাকায় ফিল্টার এড়িয়ে গেছে।”

প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়, ছবিগুলো তাৎক্ষণিকভাবে সরিয়ে ফেলা হয়েছে। কিন্তু অ্যাপ স্টোরে ফেরেনি অ্যাপটি।

অ্যান্ড্রয়েড গ্রাহকদের জন্য প্লে স্টোরে আগের মতোই রয়েছে টাম্বলার।

প্রাপ্তবয়স্কদের উপাদানে কিছুটা সবুজ সংকেত রয়েছে টাম্বলার-এ। এ কারণে আগে ইন্দোনেশিয়ায় বন্ধ করা হয়েছে অ্যাপটি।

শিশু পর্নোগ্রাফির বিষয়টি সেক্ষেত্রে পুরোই আলাদা। অ্যাপলের আইওএস নীতিমালায় স্পষ্টভাবে বলা রয়েছে অ্যাপগুলোকে অবশ্যই এ ধরনের উপাদান ফিল্টার করতে হবে। টাম্বলার এই মান রাখতে পারেনি বলেই ধারণা করা হচ্ছে।

অ্যাপ স্টোরে যতো দ্রুত সম্ভব অ্যাপটি ফিরিয়ে আনতে কাজ করছে টাম্বলার। তবে, এজন্য নির্দিষ্ট কোনো তারিখ বলে দেওয়া হয়নি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar