ad720-90

৬টি ক্যামেরা নিয়ে বাজারে এলো স্যামসাং গ্যালাক্সি এ৯


বাজারে এলো স্যামসাং গ্যালাক্সি এ৯। বিশ্বের প্রথম স্মার্টফোন যাতে কোয়াড রেয়ার ফেসিং ক্যামেরা রয়েছে। অর্থাৎ চারটি ক্যামেরা রয়েছে পিছনেই। সামনে রয়েছে আরও দুটি। এর ফলে অনেক কিছুই ধরানো যাবে ক্যামেরার এক ফ্রেমে।

মূল ক্যামেরাটি ২৪ মেগাপিক্সেল এএফ প্রাইমারি সেন্সর (এফ/১.৭) রয়েছে এতে। অর্থাৎ ছবি উঠবে ফাটাফাটি। দূরের ছবির জন্য রয়েছে ১০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স, ২X অপটিক্যাল জুম (এফ/২.৪), ৮এ মেগাপিক্সেল সেন্সর, আল্ট্রা ওয়াইড ১২০ ডিগ্রি লেন্স এটি।

ডেপথ অব ফিল্ড ৫ মেগাপিক্সেল সেন্সর। যার ফলে বোকে এফেক্ট পাওয়া যাবে। ২৪ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা, এফ/২.০ অ্যাপারচার রয়েছে নতুন ফোনটিতে। ফলে কম আলোয় আরও ঝকঝকে সেলফি উঠবে।

কমপ্যাক্ট বডিতে ৬.৩ ইঞ্চি ফুল এইচডি, সুপার অ্যামোলেড ইনফিনিটি ডিসপ্লে পাওয়া যাবে। রিজোলিউশনও দুর্দান্ত। অ্যাসপেক্ট রেশিও অর্থাৎ ডিসপ্লে ১৮.৫ : ৯। চলতি ফোনের চেয়ে আরও অনকেটা বড় ডিসপ্লে

কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ প্রসেসর রয়েছে এতে। সেট আরও দ্রুত চলবে এতে। এই ফোনের দাম ৩৯ হাজারের কাছাকাছি। অ্যামাজন ইন্ডিয়া ও ফ্লিপকার্টেও পাওয়া যাবে এটি।

৬ থেকে ৮ জিবি পর্যন্ত র্যাম পাওয়া যাবে এতে। নেটিভ স্টোরেজ ১২৮ জিবি। স্যামসাংয়ের এই ফোনে ৩৮০০ এমএএইচ ব্যাটারি ও ফাস্ট চার্জিং টেকনোলজি রয়েছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar