ad720-90

দুই হাজার কোটি ইউয়ান খরচ কমাবে ফক্সকন


ফক্সকন অন্যতম বড় গ্রাহক হচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। মার্কিন প্রতিষ্ঠানটির আইফোনের যন্ত্রাংশ সমন্বয় করে থাকে ফক্সকন।

সামনের বছর থেকে আইফোন ব্যবসায়ে ছয়শ’ কোটি ইউয়ান খরচ কমানো হবে বলে আশা করা হচ্ছে। সেইসঙ্গে ফক্সকন অকারিগরি খাত থেকে ১০ শতাংশ খরচ কমানোর পরিকল্পনা করছে।

চলতি মাসের শুরুতে জাপানি দৈনিক নিক্কেইয়ের প্রতিবেদনে বলা হয়, অ্যাপল ফক্সকন ও এর প্রতিদ্বন্দ্বী পেগাট্রনকে আইফোন Xআর এর উৎপাদন লাইন বাড়ানোর পরিকল্পনা থামাতে বলেছে।

গেল সপ্তাহে ফক্সকন তাদের প্রতিবেদনে প্রান্তিক লাভে প্রত্যাশার চেয়ে কম বৃদ্ধির তথ্য প্রকাশ করেছে।

খরচ কমানোর বিষয়ে জানতে চেয়ে রয়টার্স-এর পক্ষ থেকে অনুরোধ করা হলেও ফক্সকন তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar