ad720-90

কৃষ্ণাঙ্গ কর্মীবিমুখ ফেসবুক!


ফেসবুকের বিরুদ্ধে কৃষ্ণাঙ্গদের অবহেলার অভিযোগ তুলছেন প্রতিষ্ঠানটির একজন সাবেক কর্মী। গতকাল মঙ্গলবার এক স্মারকলিপি দিয়ে ওই কর্মী অভিযোগ করেন, ফেসবুক তাদের কর্মীবাহিনীতে কৃষ্ণাঙ্গদের অন্তর্ভুক্ত করতে ব্যর্থ।

মার্ক লুসি নামের ওই কর্মী অভিযোগ করেন, এ মাসের শুরুতেই তিনি ফেসবুকের সব কর্মীর কাছে এই বার্তা পৌঁছে দিয়েছিলেন। ফেসবুকে স্ট্র্যাটেজিক পার্টনার ব্যবস্থাপক পদে কাজ করছিলেন তিনি।

বার্তা সংস্থা এএফপি জানায়, লুসি নিজেও কৃষ্ণাঙ্গ। ফেসবুকে অংশগ্রহণ কম—এমন ব্যক্তিদের প্রতিনিধি হিসেবে ফেসবুকে কাজ করছিলেন তিনি।

লুসি জানান, ফেসবুকের চাকরি শেষ হওয়ার আগেই তিনি বার্তা দিয়েছিলেন যে ফেসবুকে কৃষ্ণাঙ্গদের নিয়ে সমস্যা রয়েছে। এখানে কৃষ্ণাঙ্গদের চাকরির সুযোগ কম।

লুসির এ অভিযোগ প্রসঙ্গে ফেসবুকের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

লুসি বলেন, ফেসবুক প্ল্যাটফর্মে কৃষ্ণাঙ্গদের উপস্থিতিই বেশি, কিন্তু তাঁদের জন্য নিরাপদ জায়গা তৈরি করা থেকে দূরে সরে এসেছে ফেসবুক। ফেসবুক প্ল্যাটফর্মে কোনো নীতিমালা ভঙ্গ করে হেট স্পিচ বা ঘৃণ্য বক্তব্য না দিলেও কৃষ্ণাঙ্গদের কনটেন্ট সরিয়ে ফেলা হয়। তাঁদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া সহকর্মীদের কাছ থেকে কথাও শোনা লাগে।

লুসি বলেন, বর্তমানে ফেসবুকে কৃষ্ণাঙ্গ কর্মীর সংখ্যা ৪ শতাংশ, যা ২০১৬ সালে ছিল মাত্র ২ শতাংশ।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar