ad720-90

১০০০ কোটি টাকা খোয়ালেন জুয়া খেলে!


বিপুল সম্পত্তির মালিক। ব্যবসাও চলছে রমরমিয়ে। তাই পরোয়া নেই। জুয়ায় ১৪ কোটি ৪৪ লক্ষ ডলার হারালেন চীনা স্মার্টফোন নির্মাতাসংস্থা জিওনির মালিক লিউ লিরং। দেশীয় মূদ্রায় যা ১০০০ কোটি টাকারও বেশি। ফলে জিওনির ভবিষ্যত এখন কী হবে সেটাই প্রশ্ন।

বাজারে ধুমধাম করে এসেছিল জিওনি। ভালোই বাজার করেছিল সস্তার এই ফোন। কিন্তু সংস্থার মালিকের জুয়োর নেশা থাকলে যা হয়। চীনের ২০টি সংস্থা জিওনির কাছ থেকে টাকা পায়। এরা এখন লিউয়ের কাছে টাকা চাইছে। শুধু তাই নয় তারা এখন সেনঝেনের আদালতেও গিয়েছে। ফলে পাওনাদারদের টাকা মেটাতে বিক্রি করেও দিতে হতে পারে জিওনিকে। তবে পাওনাদারদের টাকা তিনি মিটিয়ে দেবেন বলে আশ্বাস দিয়েছেন।

উল্লেখ্য, ২০১৩ সালে ভারতের বাজারে আসে জিওনি। মাত্র ২ বছরের মধ্যেই তারা বাজার স্মার্টফোনের বাজারের অনেকটাই ধরে ফেলে। ২০১৭ সালের প্রথম ত্রৈমাসিকে জিওনি ভারতের স্মার্টফোনের বাজারের ৪.৬ শতাংশ দখল করে জিওনি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar