ad720-90

দুরন্ত ফিচার নিয়ে আসুসের নতুন ফোন ম্যাক্স প্রো এম ২


দুরন্ত ফিচার নিয়ে অন্য স্মার্টফোন সংস্থাগুলিকে টক্কর দিতে আসছে আসুসের নতুন ফোন। আসুসের জেনফোন ম্যাক্স প্রো এম ২ ভারতের বাজারে মিলবে ১১ ডিসেম্বর থেকে।

তাইওয়ানের এই সংস্থার কম দামে অত্যন্ত স্টাইলিশ ও দুর্দান্ত স্পেসিফিকেশনযুক্ত স্মার্টফোন আনতে চলেছে। কর্নিং গোরিলা গ্লাসের তৈরি ফোন হবে অত্যন্ত মজবুত।

রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ প্রসেসর। ফলে সেট চলবে অনেক বেশি দ্রুত।

৬.২৬ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে থাকবে এতে। অ্যাসপেক্ট রেশিও ১৯:৯। ফলে চলতি ফোনের চেয়ে অনেকটাই বড়। রেজোলিউশন ১০৮০ x ২২৮০ পিক্সেল। ফলে ছবিও হবে অত্যন্ত স্পষ্ট।

এ ছাড়াও অ্যান্ড্রয়েড ৮.১ অপারেটিং সিস্টেমের ফোনটিতে ৪ জিবি, ৬ জিবি র্যাম পাওয়ার কথা। ইনবিল্ট স্টোরেজ ৬৪ জিবি থেকে ১২৮ জিবি পর্যন্ত। মাইক্রোএসডি কার্ড লাগিয়ে বাড়ানো যাবে মেমোরি।

ডুয়াল সিম স্মার্টফোনটির পিছনে রয়েছে মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। রয়েছে দুটি ক্যামেরাও। গ্রাহকের জন্য রয়েছে ফেস আনলক সিস্টেম।
১২ মেগাপিক্সেলের সামনের ক্যামেরায় রয়েছে প্রাইমারি সেন্সর।

৫ মেগাপিক্সেলের পিছনের ক্যামেরায় রয়েছে সোনি আইএমx৪৮৬ সেন্সর। ফলে ছবি উঠবে আরও ঝকঝকে। দুই দিকেই রয়েছে এলইডি ফ্ল্যাশ।

এফ/২.০ অ্যাপারচার রয়েছে নতুন ফোনটিতে। ফলে কম আলোয় আরও ঝকঝকে সেলফি উঠবে। সেলফি তোলার জন্য সামনের ক্যামেরায় থাকছে ১৩ মেগাপিক্সেলের সেলফি শুটার।

জেনফোন ম্যাক্স সিরিজের ফোনের ব্যাটারি হবে আরও শক্তিশালী। ইউএসবি টাইপসি পোর্টের ৫০০০এমএইচ ব্যাটারিতে চার্জ থাকবে বহুক্ষণ।এছাড়াও থ্রিজি, ওয়াইফাই, ব্লু টুথ ও জিপিএস কানেকটিভিটির অপশনও রয়েছে।

শুধুমাত্র ফ্লিপকার্টেই মিলবে এই ফোন। ৬৪ জিবি ফোনের দাম ১৭,৯৯০ টাকার আশপাশে থাকবে বলেই মনে করা হচ্ছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar