ad720-90

[No ROOT required] প্লে স্টোর বা মোবাইলের যেকোনো ডাউনলোডকৃত অ্যাপ্স বা সিস্টেম অ্যাপ্স খুব সহজে মেমোরিতে নিয়ে নিন!


আমরা প্রায়সই প্লে স্টোরে অসংখ্য অ্যাপ্স ডাউনলোড করি। কিন্তু সেগুলো ডাউনলোড হলে মেমোরিতে যায় না। শুধমাত্র ফোনো ইন্সটল হয়। ফলে ফোন থেকে অ্যাপটি আনইন্সটল বা ডিলেট হয়ে গেলে সমস্যায় পড়তে হয়।

কিন্তু আর নয় সমস্যা! এখানে দেখাব কিভাবে প্লে স্টোর বা অন্য কোথা থেকে ডাউনলোডকৃত যেকোনো অ্যাপ মেমোরিতে নিবেন। সেটা ফোন মেমোরি এবং এসডি কার্ডে যেকোনোটাতেই নিতে পারবেন।

এর জন্য একটি ছোট অ্যাপ ডাউনলোড করতে হবে।

  • অ্যাপটির নাম Apk Extractor.
  • সাইজ মাত্র ২ এমবি।
  • এখানে ক্লিক করে অ্যাপটির লেটেস্ট ভার্সন 4.2.9 ডাউনলোড করুন।

    তবে আমি এই টিউটোরিয়ালে 4.2 ভার্সন ব্যবহার করব। এটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

    প্রথমে অ্যাপটি ডাউনলোড করে ওপেন করুন।

    অ্যাপ্লিক্যাশন লোডিং হবে…

    লোড শেষ হলে আপনার মোবাইলের সকল অ্যাপ্লিক্যাশনের তালিকা আসবে। অর্থাৎ ডাউনলোডেড অ্যাপ্সের সাথে সিস্টেম অ্যাপ্সও। এরপর তিন ডটে (…) ক্লিক করে মেনুতে যান।

    “Settings” ক্লিক করুন।

    “Auto-Backup” অপশনটা On করে দিতে পারেন।

    “Saved path” ক্লিক করুন এবং এরপর আপনাকে পছন্দের ফোল্ডার সিলেক্ট করতে হবে।

    স্টোরেজ এ যেতে “←” ব্যাক মেনুতে ক্লিক করুন।

    sdcard এবং extSdCard পেতে আরেকবার “←” ব্যাক মেনুতে ক্লিক করুন।

    এখন আপনার পছন্দের “extSdCard অথবা sdcard” সিলেক্ট করুন।
    আমি “extSdCard” সিলেক্ট করলাম।

    আমি “Apps” ফোল্ডার সিলেক্ট করলাম। (আপনি আপনার পছন্দের ফোল্ডার সিলেক্ট করুন)

    এরপর উপরে ডান কোণায় “√” মার্কে ক্লিক করুন।

    “Search” আইকনে ক্লিক করুন।

    সার্চবারে আপনি যে অ্যাপটি মেমোরিতে নিতে চান তার নাম লিখুন এবং কাঙ্কিত অ্যাপটির উপর ক্লিক করুন।

    এবার Extacting… হতে হালকা একটু সময় নিবে।

    Extracting complete হলেই কাজ শেষ! অ্যাপটি মেমোরিতে চলে যাবে।

    উপরেরটা তো ছিল ডাউনলোডকৃত অ্যাপ মেমোরিতে নেয়ার পদ্ধতি। কিন্তু এই অ্যাপ দিয়ে শুধু ডাউনলোডেড অ্যাপ নয়, সিস্টেম অ্যাপও মেমোরিতে নিতে পারবেন!
    এজন্য যেকোনো সিস্টেম অ্যাপের উপর ক্লিক করুন।

    আমি “Phone” ক্লিক করলাম।

    এবার Extracting… হবে।

    Extracting complete! ব্যাস কাজ শেষ!

    এবার মোবাইলের ফাইল ম্যানেজারে গিয়ে দেখুন আপনার মেমোরির ফোল্ডারে Extract করা ফাইলটি চলে এসেছে।

    শুধু ফাইল মেমোরিতে নেয়া ছাড়াও এই অ্যাপের আরেকটি দারুণ ফিচার হল যেকোনো অ্যাপের আইডি পাওয়া।
    দেখুন প্রত্যেকটা অ্যাপের নিচে “com……….” লেখা রয়েছে। এটা হল ঐ অ্যাপের ডিটেলসের আইডি।

    এভাবে এই অ্যাপ দিয়ে যেকোনো অ্যাপ মেমোরিতে নিতে পারবেন+অ্যাপের আইডি বের করতে পারবেন।





    সর্বপ্রথম প্রকাশিত

    Sharing is caring!

    Comments

    So empty here ... leave a comment!

    Leave a Reply

    Sidebar