ad720-90

চলতি মাসেই খুলছে মাস্কের সুড়ঙ্গ


এই সুড়ঙ্গের ভেতর দিয়ে ঘন্টায় দেড়শ মাইল বেগে চলবে স্বয়ংক্রিয় গাড়ি— খবর সিএনবিসি’র।

চলতি মাসের ১০ তারিখই উন্মোচন করার কথা ছিল সুড়ঙ্গটি। এবারে নির্ধারিত সময়ের আট দিন পর এটি উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে বোরিং।

এক টুইট বার্তায় বোরিং প্রধান ইলন মাস্ক বলেন, “বিলম্বিত তারিখে হলেও এটি কেবল সুড়ঙ্গ উন্মোচন হচ্ছে না। রাস্তায় চলাচলের উপযুক্ত পুরোপুরি বৈধ স্বয়ংক্রিয় গাড়ি এবং টানেল গাড়ির জন্য লিফট থাকবে।”

১৮ ডিসেম্বর উন্মোচনের পরদিন এতে বিনামূল্যে যাতায়াতের সুযোগ দেবে বোরিং।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ভিন্ন একটি টুইটে বলা হয়, “সুড়ঙ্গটি শেষ করতে আরও কিছু দিন সময় লাগবে এবং শীগগিরই আমরা বিস্তারিত জানাবো।”

মাস্ক-এর দেওয়া সাম্প্রতিক ধারণাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে শহরগুলোর মধ্যে সুড়ঙ্গ তৈরি করে যাতায়াত অনেক বেশি দ্রুত করা। এই ধারণা দেওয়ার পর এ নিয়ে কাজ করতে বোরিং কোম্পানি নামের প্রতিষ্ঠানটির গোড়াপত্তন করেন তিনি।

তত্ত্বীয়ভাবে, এই সুড়ঙ্গ দিয়ে স্বচালিত ইলেকট্রনিক পড আট থেকে ১৬ জন মানুষকে ঘণ্টায় ১২৪ মাইল থেকে ১৫৫ মাইল বেগে নিয়ে যেতে পারবে বলে আগে জানানো হয়।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar