ad720-90

গোপনে তথ্য সরাচ্ছে উইন্ডোজ ১০?


মাইক্রোসফটের উইন্ডোজ ১০ সফটওয়্যার।বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতাপ্রতিষ্ঠান মাইক্রোসফট। তাদের তৈরি জনপ্রিয় অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০। অনেকেই তাঁদের কম্পিউটারে হালনাগাদ উইন্ডোজ ১০ সফটওয়্যারটি ব্যবহার করছেন। সম্প্রতি এ সফটওয়্যারটির সন্দেহজনক কার্যক্রম নিয়ে প্রযুক্তিবিষয়ক কয়েকটি ওয়েবসাইটে খবর প্রকাশিত হয়েছে। অভিযোগ উঠেছে, ব্যবহারকারীর অজান্তে কম্পিউটারে থাকা তাঁর তথ্য মাইক্রোসফটের সার্ভারে পাঠাচ্ছে উইন্ডোজ ১০।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট মাই ব্রডব্যান্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপ ব্যবহারসংক্রান্ত তথ্য অ্যাকটিভিটি হিস্টোরি ফিচার বন্ধ করে রাখলেও সংগ্রহ করতে থাকে উইন্ডোজ ১০। বিষয়টি নিয়ে উইন্ডোজ ১০ ব্যবহারকারীরা রেডিটে অভিযোগ করেছেন। ব্যবহারকারীরা বলছেন, তাঁদের অ্যাপের ব্যবহার–সংক্রান্ত তথ্য নজরদারি করে সে তথ্য মাইক্রোসফটকে পাঠানো হচ্ছে।

অ্যাকটিভিটি হিস্টোরি ফিচারটির কাজ হচ্ছে, ব্যবহারকারীর পিসিতে অ্যাপ ব্যবহারসংক্রান্ত তথ্য সংগ্রহ করে তা চালু থাকা অবস্থায় মাইক্রোসফটকে পাঠানো। কিন্তু অভিযোগ উঠেছে, ফিচারটি বন্ধ করলেও কোনো কাজ হচ্ছে না।

কয়েক বছর আগে উইন্ডোজ ১০ ব‍্যবহারকারীদের তথ‍্য হাতিয়ে নিচ্ছে—এমন অভিযোগ উঠেছিল। তারপর মাইক্রোসফট ব‍্যবহারকারীদের অভিযোগের ভিত্তিতে ওএসটিতে প্রাইভেসি প‍্যানেল ফিচার যুক্ত করেছিল। সেখানে ব্যবহারকারীরা ব‍্যক্তিগত তথ‍্য নিয়ন্ত্রণ করতে পারেন। তবে নতুন এ অভিযোগ পিসি ব্যবহারকারীদের জন্য বড় ধাক্কা।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ‍্যমে জেডনেটের প্রতিবেদন অনুযায়ী, ব্যবহারকারীরা কোন ওয়েবসাইট ভিজিট করছেন, কোন অ‍্যাপ ব‍্যবহার করছেন—এমন তথ‍্য হাতিয়ে নিচ্ছে উইন্ডোজ ১০। এ ছাড়া ব‍্যবহারকারীদের প্রতিদিনের কার্যক্রমের ওপর নজর রাখে উইন্ডোজ ১০। অনুমতি ছাড়া তথ‍্য নেওয়ার বিষয়টি উইন্ডোজ ১০–এর নীতিমালায় উল্লেখ নেই। কেন অনুমতি না দিলেও তথ‍্য নেওয়া হচ্ছে—এ–সম্পর্কে মাইক্রোসফটের পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ‍্য জানা যায়নি।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট হাউ টু গিকের তথ্য অনুযায়ী, অস্পষ্ট প্রাইভেসি সেটিংসের কারণে এ সমস্যা হতে পারে। অ্যাপ ব্যবহারসংক্রান্ত তথ্য উইন্ডোজ ১০–এর ডায়াগনস্টিক ডেটা সেটিংসের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। তাই ডায়াগনস্টিক ডেটা কালেকশন বন্ধ করতে হবে। এ ক্ষেত্রে ব্যবহারকারী চাইলে Settings > Privacy > Diagnostics & Feedback সেটিংসে গিয়ে বেসিক (Basic) নির্বাচন করে দিতে পারেন।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar