ad720-90

দেখে নিন ঝুকিপূর্ণ পাসওয়ার্ডগুলো


প্রযুক্তি বিশ্বে ২০১৮ সালের অন্যতম আলোচিত কেলেঙ্কারি হচ্ছে, লাখ লাখ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে ইন্টারনেটে। বিভিন্ন অ্যাকাউন্ট হ্যাকিংয়ের ঘটনায় কেটেছে ২০১৮ সাল। অন্যের অ্যাকাউন্টে প্রবেশের ক্ষেত্রে পাসওয়ার্ড একটি দুর্ভেদ্য শক্তি হিসেবে পরিচিত হলেও, প্রতি বছর লাখ লাখ অ্যাকাউন্ট হ্যাকিং হচ্ছে, ব্যবহারকারীদের দুর্বল পাসওয়ার্ডের কারণে।

পাসওয়ার্ড ব্যবস্থাপনা প্রতিষ্ঠান স্প্ল্যাশডাটা প্রকাশ করেছে ২০১৮ সালের সবচেয়ে বাজে ১০০টি পাসওয়ার্ডের তালিকা। চলতি বছর অনলাইনে ফাঁস হওয়া ৫০ লাখ পাসওয়ার্ড থেকে এই তালিকা তৈরি করা হয়েছে। এসব পাসওয়ার্ড ব্যবহার করায় হ্যাকিংয়ের শিকার হয়েছেন অনেক ব্যবহারকারী। হ্যাকিং এড়াতে জটিল পাসওয়ার্ড ব্যবহার এবং তা মাঝে মাঝে পরিবর্তনের পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

জেনে নিন স্প্ল্যাশডাটার তথ্য অনুযায়ী মারাত্মক ঝুকিপূর্ণ ২৫টি পাসওয়ার্ড। আপনার পাসওয়ার্ড এ তালিকায় থাকলে এখনই পরিবর্তন করে ফেলুন।

১. 123456 (গত বছরও ঝুঁকিপূর্ণ পাসওয়ার্ডের র‌্যাংকিংয়ে শীর্ষে ছিল)
২. password (র‌্যাংকিংয়ে পরিবর্তন হয়নি)
৩. 123456789 (গত বছরের র‌্যাংকিং ৬)
৪. 12345678 (গত বছরের র‌্যাংকিং ৩)
৫. 12345 (র‌্যাংকিংয়ে পরিবর্তন হয়নি)
৬. 111111 (তালিকায় নতুন)
৭. 1234567 (গত বছরের র‌্যাংকিং ৮)
৮. sunshine (তালিকায় নতুন)
৯. qwerty (গত বছরের র‌্যাংকিং ৪)
১০. iloveyou (র‌্যাংকিংয়ে পরিবর্তন হয়নি)
১১. princess (তালিকায় নতুন)
১২. admin (গত বছরের র‌্যাংকিং ১১)
১৩. welcome (গত বছরের র‌্যাংকিং ১২)
১৪. 666666 (তালিকায় নতুন)
১৫. abc123 (র‌্যাংকিংয়ে পরিবর্তন হয়নি)
১৬. football (গত বছরের র‌্যাংকিং ৯)
১৭. 123123 (র‌্যাংকিংয়ে পরিবর্তন হয়নি)
১৮. monkey (গত বছরের র‌্যাংকিং ১৩)
১৯. 654321 (তালিকায় নতুন)
২০ !@#$%^&* (তালিকায় নতুন)
২১. charlie (তালিকায় নতুন)
২২. aa123456 (তালিকায় নতুন)
২৩. donald (তালিকায় নতুন)
২৪. password1 (তালিকায় নতুন)
২৫. qwerty123 (তালিকায় নতুন)

 





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar