ad720-90

এবার ‘এয়ারপডস’ আনবে গুগল, অ্যামাজন


অ্যাপল
বিষয়ে সঠিক তথ্য জানানোয় খ্যাতি রয়েছে কেজিআই সিকিউরিজ-এর সাবেক এই বিশ্লেষকের। চলতি
মাসের শুরুতেই এয়ারপডস-কে অ্যাপলের এযাবতকালের ‘সবচেয়ে জনপ্রিয় অ্যাকসেসোরি’ বলেছেন
কুয়ো।

এবারে
এক গবেষণা নথিতে কুয়ো বলেন, “আমাদের বিশ্বাস এয়াপডস-এর সাফল্য গুগল ও অ্যামাজনের নজর
কেড়েছে এবং প্রতিষ্ঠান দু’টি ২০১৯ সালে এয়ারপডস-এর মতো পণ্য বাজারে আনবে। দুই প্রতিষ্ঠান
মিলে ২০১৯ সালে এধরনের মোট এক থেকে দুই কোটি পণ্য সরবরাহ করবে।”

সামনের
বছর এয়ারপডস-এর নতুন সংস্করণ আনতে পারে অ্যাপল। ওই বছর প্রতিষ্ঠানটির এয়ারপডস সরবরাহ
সাড়ে পাঁচ কোটির কাছাকাছি হবে বলেও ধারণা করছেন কুয়ো– খবর সিএনবিসি’র।

আগের
বছরই অ্যাপলের এয়ারপডস-এর সঙ্গে প্রতিদ্বন্দীতা করতে পিক্সেল বাডস উন্মোচন করে গুগল।
রিয়েল টাইলে ভাষা অনুবাদ করতে পারে গুগলের এই ওয়্যারলেস ইয়ারফোন। অনেকের মতেই এয়ারপডস-এর
মতো আরামদায়ক নয় পিক্সেল বাডস। আর কার্যকারিতার দিক থেকেও পিছিয়ে এটি।

এখন
পর্যন্ত নিজস্ব হেডফোন আনেনি অ্যামাজন। কিন্তু তৃতীয় পক্ষের অনেক প্রতিষ্ঠানের হেডফোন
বিক্রি করে থাকে প্রতিষ্ঠানটি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar