ad720-90

অনুসন্ধান কাজে রোবট


জুরিখে
মাটির নিচে বর্জ্য নিষ্কাষণ ব্যবস্থা পর্যবেক্ষণ করতে কুকুরের মতো দেখতে রোবটটির পরীক্ষা
শুরু করেছে ইউনিভার্সিটি ইটিএইচ জুরিখ-এর একদল গবেষক। বর্জ্য নিষ্কাষণ ব্যবস্থা পর্যবেক্ষণে
রোবটটি স্বয়ংক্রিয়ভাবে চালানো যায় কিনা সেটিই বের করার চেষ্টা করছে গবেষক দলটি– খবর
সিএনবিসি’র।

ইউরোপিয়ান
বিদ্যুত বিতরণ প্রতিষ্ঠান টেনেটি’র সঙ্গেও পরীক্ষা চলছে অ্যানিম্যাল-এর। উত্তর সাগরের
একটি অংশে কনভার্টার প্ল্যাটফর্ম পর্যবেক্ষণ করেছে রোবট কুকুরটি। রোবটি সফলভাবে ১৬টি
পর্যবেক্ষণ পয়েন্ট শেষ করেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে রিডিং গজ, তেল ও
পানির লেভেল দেখার মতো কাজ ছিল।

উচ্চ
রেজুলিউশানের ক্যামেরা, মাইক্রোফোন এবং লিডার স্ক্যানারের সহায়তায় পথ চলে রোবটটি। যেকোনো
ঢালে স্বয়ংক্রিয়ভাবে সিঁড়ি বেয়ে উঠতে ও দরজা খুলতে পারে অ্যানিম্যাল।

মানুষ
করতে চায় না এমন কাজগুলো করানোর জন্য ভালো বিকল্প হতে পারে এই রোবটটি।

একই
ধরনের দক্ষতা রয়েছে এমন প্রথম রোবট নয় অ্যানিম্যাল। বস্টন ডায়নামিকস-এর স্পট ও স্পটমিনি
রোবটেও এমন দক্ষতা দেখা গেছে। ২০১৯ সালে স্পটমিনি’র বিক্রি শুরু করবে বস্টন ডায়নামিকস।

 





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar