ad720-90

নাসার সার্ভারে হ্যাকারদের হানা, তথ্য ফাঁস


হ্যাকড মার্কিন গবেষণা সংস্থা নাসা। যার জেরে বিশ্বের বড় বড় বিজ্ঞানীদের ব্যাক্তিগত তথ্য ফাঁস হয়ে গিয়েছে বলে নাসার তরফে জানানো হয়েছে। ইতোমধ্যে এই মহাকাশ গবেষণার সংস্থা তাদের সমস্ত কর্মীদের সতর্ক করে একটি মেল পাঠিয়েছে। যাতে বলা হয়েছে, চলতি বছরের শুরুতে অজ্ঞাতনামা কেউ তাদের সার্ভারে ঢুকেছে।

সতর্কবার্তায় আর বলা হয়েছে, “২০১৮ সালের ২৩ অক্টোবর থেকে নাসা’র সাইবার নিরাপত্তা কর্মীরা তদন্ত করতে শুরু করে এই ধারণা থেকে যে, নাসার সার্ভারে অন্য কেউ প্রবেশ করেছে যেখানে ‘পার্সোনালি আইডেন্টিফিয়েবল ইনফরমেশন’(পিআইআই) মজুদ ছিল।” অন্যদিকে প্রাথমিক বিশ্লেষণের পর নাসা নিশ্চিত হয়েছে যে একটি সার্ভারের তথ্য, যেখানে নাসার বর্তমান ও প্রাক্তন কর্মীদের সোশ্যাল সিকিউরিটি নম্বর এবং অন্যান্য পিআইআই ডেটা মজুদ ছিল সেগুলো বেহাত হয়ে থাকতে পারে।”

বিষয়টি জানার পর দ্রুত সার্ভার ও ডেটা সুরক্ষিত করেছে নাসা। কিন্তু এতে ঠিক কত সংখ্যক কর্মী আক্রান্ত হয়েছেন তা স্পষ্ট করে বলা হয়নি। নাসার ধারণা তাদের কোনও মিশনের তথ্য এই ঘটনায় বেহাত হয়নি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar