ad720-90

‘সস্তা’ স্বয়ংক্রিয় জুতা আনবে নাইকি


নাইকি’র
পক্ষ থেকে বলা হয় এবারে নতুন স্বয়ংক্রিয় জুতার বাজার মূল্য হবে ৩৫০ মার্কিন ডলার। আগে
এ ধরনের জুতার দাম ছিল ৭২০ ডলার– খবর প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চের।

নতুন
জুতা নিয়ে খুব বেশি তথ্য দেয়নি নির্মাতা প্রতিষ্ঠানটি।

নাইকি
প্রধান নির্বাহী মার্ক পার্কার বলেন, “আমি আনন্দিত যে নতুন বছরে আমরা বাস্কেটবলে নতুন
অ্যাডাপটিভ প্ল্যাটফর্ম আনবো ৩৫০ মার্কিন ডলারে। নিখুঁত ফিট দিতে আমাদের একটি স্মার্ট
জুতার নকশা রয়েছে এবং আমাদের পণ্যে ডিজিটাল স্থানান্তরে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

নাইকি’র
এ ধরনের প্রথম জুতা ছিল হাইপারঅ্যাডাপ্ট। ২০১৬ সালে এটি বাজারে আনে প্রতিষ্ঠানটি। দাম
বেশি হওয়ায় তখন বেশি জনপ্রিয়তা পায়নি।

এবার
অপেক্ষাকৃত কম মূল্যের স্বয়ংক্রিয় জুতা দিয়ে পুনরায় বাজার ধরার চেষ্টায় রয়েছে নাইকি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar