ad720-90

স্মার্টফোন বিক্রিতে রেকর্ড হুয়াওয়ে’র


স্মার্টফোন নির্মাতা চীনা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, পি২০, অনার ১০ এবং মেইট ২০ সিরিজের সাফল্য এই রেকর্ড গড়তে সহায়তা করছে– খবর প্রযুক্তি সাইট সিনেটের।

২০১০ সালে হুয়াওয়ের স্মার্টফোন সরবরাহ ছিল ৩০ লাখ। সেখান থেকে চলতি বছরে ২০ কোটির নতুন রেকর্ড গড়েছে প্রতিষ্ঠানটি। আগের বছর ১৫.৩ কোটি স্মার্টফোন বিক্রি করেছে প্রতিষ্ঠানটি।

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে স্মার্টফোন বিক্রির দিক থেকে অ্যাপলকে টপকে দ্বিতীয় অবস্থান দখল করে হুয়াওয়ে।

স্মার্টফোন ব্যবসায় চলতি বছর সাফল্যের মাঝেও কিছু সমস্যায় পড়তে হয়েছে প্রতিষ্ঠানটিকে। ফেব্রুয়ারি মাসে মার্কিনীদেরকে হুয়াওয়ে স্মার্টফোন না কেনার পরামর্শ দেয় দেশটির গোয়েন্দা সংস্থা। হুয়াওয়ে পণ্যের মাধ্যমে চীন সরকার গুপ্তচরবৃত্তি করছে এই শঙ্কায় এমন পদক্ষেপ নেয় যুক্তরাষ্ট্রে। জানুয়ারি মাসে হুয়াওয়ে মেইট ১০ প্রো বিক্রির চুক্তি বাতিল করে এটিঅ্যান্ডটি। পরবর্তীতে একই পথে হেঁটেছে ভেরাইজন।

মার্কিন যুক্তরাষ্ট্রে বাজার হারালেও চিন এবং ইউরোপে ভালো জনপ্রিয়তা রয়েছে ব্র্যান্ডটির। প্রতিষ্ঠানের দেওয়া তথ্যানুসারে ১৭০টি দেশের ৫০ কোটি গ্রাহক হুয়াওয়ে ফোন ব্যবহার করেন।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar