ad720-90

Yamaha-র ABS যুক্ত নতুন R15 V3.0


ABS বিহীন YZF-R15 V3.0 মডেল লঞ্চ করেছিল Yamaha। ইতিমধ্যে সেই রেসিং মডেলের বাইক ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বাজারে। গত বছর অটো এক্সপোতে এই মডেল লঞ্চ করেছিল সংস্থাটি। এবার YZF-R15 V3.0 ABS বাজারে লঞ্চ করল Yamaha।

১৫০ সিসির বাইক সেগমেন্টে ডুয়াল এবিএস এই প্রথম। এই মডেলে এবিএস সংযোজন ছাড়া বাড়তি কোনও ফিচার যোগ করেনি সংস্থাটি। YZF-R15 V3.0-র থেকে ১২ হাজার টাকা দাম বেশি নতুন ABS যুক্ত মডেল-এর।

155 cc সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন। 19 bhp শক্তি আর 14.7 Nm টর্ক পাওয়া যাবে এই মডেলে। সঙ্গে 6 স্পিড গিয়ার বক্স। 21 জানুয়ারি FZ V3.0 লঞ্চ করতে পারে Yamaha। ওই মডেলেও ডুয়াল ABS থাকার সম্ভাবনা রয়েছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar