ad720-90

গুগলের কাছে স্মার্টওয়াচ প্রযুক্তি বেচবে ফসিল


প্রতিষ্ঠানের এই প্রযুক্তি এখনও তৈরির কাজ চলছে। এরই মধ্যে বৃহস্পতিবার ফসিল-এর পক্ষ থেকে বলা হয় চার কোটি মার্কিন ডলারে গুগলের কাছে স্মার্টওয়াচ প্রযুক্তি বিক্রি করা হতে পারে– খবর রয়টার্স-এর।

এমন ঘোষণা দেওয়ার পর এদিন ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির শেয়ার মূল্য এক লাফে বেড়েছে ১১ শতাংশ।

ফসিল জানায়, ধারণা করা হচ্ছে জানুয়ারি মাসের মধ্যে গুগলের সঙ্গে চুক্তি করা হবে।

গুগলের স্মার্টওয়াচ প্ল্যাটফর্ম ওয়্যার ওএস-এর পণ্য ব্যবস্থাপনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট স্টেসি বার বলেন, “ফসিল গ্রুপের প্রযুক্তি ও দলের সঙ্গে যুক্ত হওয়ার বিষয়টি পরিধেয় ডিভাইস খাতে আমাদের অঙ্গীকারের প্রমাণ।”

সম্প্রতি ওয়্যার ওএসচালিত ‘স্পোর্ট’ পণ্য আনতে শুরু করেছে ফসিল। প্রতিষ্ঠানটি জানায় স্মার্টওয়াচ এখন সবচেয়ে দ্রুত বৃদ্ধি পাওয়া বিভাগগুলোর একটি।

ফসিল-এর প্রধান কৌশলী ও ডিজিটাল কর্মকর্তা গ্রেইগ ম্যাককেলভে বলেন, “গুগলের সঙ্গে আমাদের উদ্ভাবনী অংশীদার পরিধেয় ডিভাইসের পরিধি বাড়াতে থাকবে।”

সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar