ad720-90

টুইটারে আসছে ‘সত্যিকারের’ ডার্ক মোড


ধারণা কয়রা হচ্ছে, এবারের ডার্ক মোড
সত্যি সত্যি ব্যাটারি খরচ কমাতে সহায়তা করবে এবং টুইটার ব্রাউজের সময় চোখের ওপর চাপ
কমাবে।

এর আগেও অ্যাপটিতে ডার্ক মোড এনেছে
প্রতিষ্ঠানটি। কিন্তু আগে কালো রঙের পরিবর্তে ব্যবহার করা হয়েছে গাঢ় নীল। এতে একমত
হয়েছেন টুইটার প্রধানও। ইতোমধ্যেই এটি ঠিক করতে কাজ করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি–
খবর প্রযুক্তি সাইট ভার্জের।

বর্তমানে অনেক স্মার্টফোনেই ব্যবহার
করা হচ্ছে ওলেড পর্দা। একারণেই ডার্ক মোডে এখন কালো রঙ জরুরী। পুরো কালো কোনো পিক্সেল
দেখাতে দেখাতে হলে ওলেড পর্দা ওই নির্দিষ্ট পিক্সেলগুলো পুরোপুরি বন্ধ করে দিতে পারে।
এতে ব্যাটারি খরচ কমে যায়। আর রাতে টুইটার অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে চোখের ওপর চাপও
কম পড়ে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তৃতীয় পক্ষের টুইটার অ্যাপগুলোতে
আগেই আনা হয়েছে ডার্ক মোড। এবার সেটি পূরণ করতে যাচ্ছে টুইটারও।

২০১৬ সালে প্রথম ডার্ক মোড চালু করে
টুইটার। কিন্তু সেটি সত্যিকার অর্থে ডার্ক মোড ছিল না।

স্মার্টফোনে ক্রমেই ওলেড পর্দার ব্যবহার
বাড়ছে। একারণে আরও বেশি প্রতিষ্ঠান ডার্ক মোডের দিকে এগোচ্ছে।

ঠিক কবে নাগাদ টুইটারের নতুন ডার্ক
মোড চালু হবে তা অবশ্য নিশ্চিত করে বলা হয়নি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar