ad720-90

সেন্ট্রাল ডেটাবেজে যোগ হবে প্রতিবন্ধীদের তথ্য: পলক


রোববার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আইসিটি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার
কাউন্সিলের ছয়টি আঞ্চলিক কার্যালয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কম্পিউটার ট্রেনিং কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রতিবন্ধী জনগোষ্ঠীকে স্বনির্ভর করে তুলতে সরকারের বিভিন্ন
উদ্যোগের কথা তুলে ধরে পলক বলেন, “দেশে যে সকল প্রতিবন্ধী জনগোষ্ঠী রয়েছে তাদের সেন্ট্রাল ডেটাবেজের আওতায় আনা হবে।”

প্রতিবন্ধী ব্যক্তিরা যেন যোগ্যতা অনুযায়ী চাকরি পেতে পারেন এবং উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা হতে পারেন- সে লক্ষ্যে কার্যক্রম নেওয়ার
কথাও বলেন তিনি।

আইসিটি বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার প্রকল্পের আওতায়  ২৮০ জন ব্যক্তিসহ মোট ২৮০০ জন প্রতিবন্ধীকে পর্যায়ক্রমে পাঁচটি কোর্সে প্রশিক্ষণ দেওয়া হবে।

এ কোর্সগুলো হচ্ছে ইন্ট্রোডাকশন টু কম্পিউটার এপ্লিকেশন, গ্রাফিকস মাল্টিমিডিয়া অ্যান্ড আউটসোর্সিং, ওয়েব অ্যান্ড মোবাইল এপ্লিকেশন ডেভেলপমেন্ট, সফটওয়্যার কোয়ালিটি টেস্টিং অ্যান্ড ডিজিটাল মার্কেটিং। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা
২০১৫ সালে ২৪তম
আন্তর্জাতিক ও ১৭তম জাতীয় প্রতিবন্ধী দিবসের অনুষ্ঠানে সঠিক সংখ্যা বের করে
প্রতিবন্ধীদের একটি ডেটাবেজ তৈরির কথা বলেন।

২০১৭
সালের প্রতিবন্ধিতা ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে দেওয়া তথ্য অনুযায়ী দেশে ১৫
লাখ ৪১ হাজার ১৪৯ জন প্রতিবন্ধী আছে। তবে প্রতিবন্ধীদের ‘প্রকৃত’ সংখ্যা আরও বেশি বলে সংশ্লিষ্টদের ধারণা।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar