ad720-90

নেইমারের নামে হেডফোন!


এবার নেইমারের নামে গ্রাফিতি ধাঁচের হেডফোন আনতে যাচ্ছে অ্যাপল। নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে ‘বিটস স্টুডিও ৩’ ওয়্যারলেস হেডফোন সিরিজের নতুন সংস্করণ এনেছে তারা। নতুন হেডফোনটির নাম দেওয়া হয়েছে নেইমার জুনিয়ার কাস্টম এডিশন। এতে থাকা গ্রাফিতি ডিজাইনের অনুপ্রেরণা নেওয়া হয়েছে  ব্রাজিলের সাও পাওলোর রাস্তার ধারে থাকা দেয়াল চিত্র ও নেইমারের হাতে থাকা ট্যাটু থেকে।

হেডফোনটিতে আছে অ্যাপলের ডাবলু ১ ওয়্যারলেস চিপ। এতে ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে ২২ ঘণ্টা। এর সঙ্গে থাকবে নয়েজ ক্যানসেলেশন ফিচার। প্রোডাক্ট পেইজে ডিভাইসটির বিবরণ দিলেও উন্মোচনের দিনক্ষণ জানায়নি অ্যাপল। হেডফোনটির দাম রাখা হয়েছে ২৮ হাজার ৯৬৭ টাকা। আগের স্টুডিও ৩ হেডফোনটির চেয়ে এর দাম ৭০ ডলার (৫ হাজার ৮১০ টাকা) বেশি। এর আগেও বিভিন্ন থিমের ওপর ভিত্তি করে হেডফোনের ডিজাইন করেছে অ্যাপল।

এর আগে সোলো ৩ হেডফোনের নিউইয়ার সংস্করণ আনে টেক জায়ান্টটি। গত অক্টোবরে মিকি মাউজের ৯০ বছর পূর্তি উপলক্ষেও মিকি মাউজ থিমের হেডফোন আনে টেক জায়ান্টটি। একই মাসে তিনটি ভিন্ন রঙে স্টুডিও ৩ স্কাইলাইন ওয়্যারলেস হেডফোনও আনা হয়।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar