ad720-90

এ বছরই ৩০ শহরে ভেরাইজনের ৫জি


ঠিক কোন শহরগুলোতে এ প্রযুক্তি আনা হবে আর কবে নাগাদ কাজ শুরু হবে তা নিয়ে কিছু জানায়নি তারা।

ভেরাইজন প্রধান নির্বাহী হ্যানস ভেস্টবার্গ বলেন, “গতির দিক থেকে আপনি আগে যা দেখেছেন তার তুলনায় এটি সম্পূর্ণই ভিন্ন একটি অভিজ্ঞতা হবে।” কোন শহরগুলোতে এ প্রযুক্তি আনা হবে তা এখনও ঠিক করা হয়নি বলে নিশ্চিত করেছে প্রযুক্তি সাইট ভার্জ।

ভেরাইজনের নিজেদের তারবিহীন ইন্টারনেট সেবায় ব্যবহার করা হয় অফব্র‍্যান্ড ৫জি। এবার এই অফব্র‍্যান্ড ৫জি-এর জায়গায় স্ট্যান্ডার্ডভিত্তিক ৫জি ব্যবহার করা হবে৷

ভেরাইজন ২০১৮ সাল থেকে ৫জি আনার কথা বলে আসছে। ভেস্টবার্গ বলেন, “এটি এখন খুব বেশি দূরে নয়। আমি এটি আগামিকালই চাই কিন্তু এটি আগামিকাল আসবে না।”

৩০টি শহরে ৫জি আনার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে প্রতিদ্বন্দী প্রতিষ্ঠান টি-মোবাইলও। আর এটিঅ্যান্ডটি’র ৫জি নেটওয়ার্ক এখন ১২টি শহরে সেবা দিচ্ছে। তবে কোনো প্রতিষ্ঠানই এখনও কোনো ৫জি উপযোগী হ্যান্ডসেট আনেনি। সামনের কয়েক মাসের মধ্যে তা আনা হবে বলে আশা করা হচ্ছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar