ad720-90

ফোল্ডএবল ফোন আনতে পারে অ্যাপলও


আগের
সপ্তাহেই নতুন এই ফোল্ডএবল আইফোনের পেটেন্ট প্রকাশ পায়। নথি থেকে দেখা গেছে, ২০১৮ সালের
অক্টোবরেই পেটেন্টের জন্য আবেদন করে অ্যাপল। এর থেকে ধারণা করা হচ্ছে, ফোল্ডএবল আইফোনের
জন্য বেশ কিছুদিন ধরেই পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি– খবর প্রযুক্তি সাইট ভার্জের।

বুধবার
আনুষ্ঠানিকভাবে ফোল্ডএবল স্মার্টফোন উন্মোচন করেছে স্যামসাং। দুই হাজার মার্কিন ডলারের
এই ডিভাইসটি স্মার্টফোনকে নতুন খাতের দিকে নিয়ে যাচ্ছে। এ ছাড়া সামনের সপ্তাহে মোবাইল
ওয়ার্ল্ড কংগ্রেসে ৫জি ফোল্ডএবল স্মার্টফোন উন্মোচনের ঘোষণা দিয়েছে হুয়াওয়ে।

অ্যাপলের
পেটেন্টে দেখা গেছে কব্জাযুক্ত একটি পর্দা অর্ধেক বা এক তৃতীয়াংশ ভাঁজ হবে। পর্দাটি
আইফোন, ট্যাবলেট, ল্যাপটপ, পরিধেয় ডিভাইস বা মোবাইল অ্যাকসেসোরি যেকোনো ডিভাইসেই ব্যবহার
করা হতে পারে।

অ্যাপলের
পেটেন্ট আবেদনে বলা হয়, “উন্নত ইলেকট্রনিক ডিভাইস আনতে নমনীয় পর্দা প্রযুক্তির ব্যবহার
আকাঙ্ক্ষিত হতে পারে।”

আপাতত
পেটেন্ট আবেদন শুধুই একটি ধারণা। পেটেন্টের জন্য এখনও অনুমোদন পায়নি অ্যাপল। তবে, এর
থেকে কিছুটা ধারণা অবশ্যই পাওয়া যাচ্ছে যে ফোল্ডএবল আইফোন নিয়ে হয়তো কাজ করছে প্রযুক্তি
জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি।

আগের
বছরের মার্চ মাসে সিএনবিসি’র প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালে ফোল্ডএবল আইফোন উন্মোচন
করতে পারে অ্যাপল।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar