ad720-90

মাইক্রোএসডি-তেই এক টেরাবাইট


একই দিনে এক টেরাবাইট মাইক্রোএসডি কার্ড উন্মোচন করেছে মাইক্রন এবং ওয়েস্টার্ন ডিজিটালের মালিকানাধীন স্যানডিস্ক। উভয় প্রতিষ্ঠানই এনেছে ইউএইচএস-আই মাইক্রোএসডিএক্সসি কার্ড– খবর প্রযুক্তি সাইট ভার্জের।

দুইটি কার্ডের মধ্যে কার্যকরিতার দিক থেকে স্যানডিস্ক এগিয়ে রয়েছে বলে দাবি করেছে ওয়েস্টার্ন ডিজিটাল। মাইক্রনের রিড স্পিড যেখানে সেকেন্ডে ১০০ মেগাবাইট, সেখানে স্যানডিস্কের রিড স্পিড সেকেন্ডে ১৬০ মেগাবাইট।

অন্যদিকে রাইট স্পিড বেশি মাইক্রনের। স্যানডিস্কের চেয়ে মাইক্রনের রাইট স্পিড সেকেন্ডে পাঁচ মেগাবাইট বেশি। মাইক্রনের সর্বোচ্চ রাইট স্পিড বলা হয়েছে সেকেন্ডে ৯৫ মেগাবাইট।

চলতি বছরের এপ্রিল মাসে বাজারে আসবে স্যানডিস্কের টেরাবাইট কার্ড। কার্ডটির বাজার মূল্য বলা হয়েছে ৪৪৯.৯৯ মার্কিন ডলার। বর্তমানে প্রিমিয়াম মানের ৫১২ গিগাবাইট মাইক্রোএসডি কার্ডের বাজার মূল্য ১৯৯.৯৯ ডলার।

মাইক্রনের টেরাবাইট কার্ডের কোনো মূল্য ঘোষণা করা হয়নি। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে এটি বাজারে আসবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar