ad720-90

শিনহুয়ার খবর পড়লো ‘নারী’ রোবট


চীনা
পার্লামেন্টের বার্ষিক অধিবেশনে অংশ নিতে জনপ্রতিনিধিদের একটি দল বেইজিং আসছেন এ বিষয়ে
এক মিনিটের একটি সংবাদ উপস্থাপন করেছে রোবটটি– খবর বার্তাসংস্থা রয়টার্স-এর।

কৃত্রিম
বুদ্ধিমত্তাভিত্তিক রোবটটির নাম বলা হয়েছে ‘শিন শিয়াওমেং’। ছোট চুলে গোলাপি ব্লাউজ
এবং কানে দুল পড়ে খবর পাঠ করতে দেখা গেছে রোবটটিকে।

শিনাহুয়ার
মানব উপস্থাপক কু মেংয়ের আদলে বানানো হয়েছে রোবটটি। আর এটি বানিয়েছে শিনাহুয়া এবং সোগৌ
ইনকর্পোটেড।

আগের
বছর নভেম্বরে ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্সে পুরুষ সাজে দু’টি এআই সংবাদ উপস্থাপক দেখিয়েছিল
শিনহুয়া।

এআই
প্রযুক্তিতে নিজেদের সক্ষমতা বাড়াতে জোর দিচ্ছে শিনহুয়া। পর্যবেক্ষণ ব্যবস্থা থেকে
শুরু করে স্বচালিত গাড়ি সব ক্ষেত্রেই এআইয়ের ব্যবহার বাড়ানোর প্রয়াশ করছে দেশটি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar