ad720-90

৬৮৭টি পেজ-অ্যাকাউন্ট বন্ধ করলো ফেসবুক


লাস্টনিউজবিডি,০১ এপ্রিল: ভারতের লোকসভা নির্বাচনের আগে দেশটির বড় রাজনৈতিক দল কংগ্রেসের সঙ্গে সংশ্লিষ্ট ৬৮৭টি ভুয়া পেজ এবং অ্যাকাউন্ট বন্ধ করেছে ফেইসবুক। সেগুলো কংগ্রেসের আইটি সেলের সমন্বিত নেটওয়ার্কের অংশ ছিল বলে জানিয়েছে ফেইসবুক কর্তৃপক্ষ।

ভারতের সরকার এবং কংগ্রেসের কাছে এই সংক্রান্ত একটি প্রতিবেদন জমা দিয়েছে ফেইসবুক।

তবে ভুয়া খবর প্রকাশ নয় বরং অসামঞ্জস্যপূর্ণ আচরণের জন্য সেগুলো বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন, ফেইসবুকের সাইবার নিরাপত্তা বিভাগের প্রধান ন্যাথানিয়েল গ্লাইখের।

অভিযোগ রয়েছে, ভুয়া পেজ এবং অ্যাকাউন্টগুলোর মালিকেরা নিজেদের পরিচয় গোপন করে, অনলাইনে বিজ্ঞাপন দিয়ে কংগ্রেসের প্রচারণা চালাচ্ছিলো। এছাড়া বিজেপিসহ বিভিন্ন বিরোধীদলের সমালোচনামূলক পোস্টও করা হয় ওই পেজ গুলো থেকে।

উল্লেখ্য, বিশ্বের বৃহৎ গণতন্ত্রের দেশ দাবিদার ভারতের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১১ই এপ্রিল।

লাস্টনিউজবিডি/আনিছ



সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar