ad720-90

ইমেইল পাসওয়ার্ড চাচ্ছে ফেইসবুক


আইএএনএস-এর প্রতিবেদনে বলা হয়, কিছু ফেইসবুক গ্রাহকের লগইন পর্দায় বার্তা দেখানো হচ্ছে যে, আপনি যে ইমেইল আইডি দিয়ে ফেইসবুক অ্যাকাউন্ট খুলেছেন সেটির পাসওয়ার্ড দিন।

বার্তায় বলে হচ্ছে, “ফেইসবুক ব্যবহার করতে, আপনাকে ইমেইল যাচাই করতে হবে।” পরে একটি ফর্মে গ্রাহকের পাসওয়ার্ড জানতে চাওয়া হয়।

ফেইবুকের নতুন এই যাচাই ব্যবস্থা কতোটা বিস্তৃত তা স্পষ্টভাবে বলা হয়নি।

ফেইসবুকের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করতে পাসওয়ার্ড দেওয়ার পরিবর্তে আরও প্রথগত উপায় যেমন “ফোনে কোড পাঠানো বা ইমেইলে লিংক পাঠানোতে” গ্রাহক বেশি অভ্যস্ত।

“আমরা বুঝতে পেরেছি পাসওয়ার্ড যাচাইকরণ ব্যবস্থাটি সবচেয়ে ভালো উপায় নয়, তাই আমরা এটি বন্ধ করতে যাচ্ছি।”

সপ্তাহের শেষ দিকে ফেইসবুকের বাড়তি এই লগইন ব্যবস্থা দেখেছেন টুইটারে ‘ই-সুশি’ নামে পরিচিত এক সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ।

গ্রাহকের ডেটা এবং নিরাপত্তা ত্রুটি নিয়ে ইতোমধ্যেই সমালোচনার মধ্যে রয়েছে ফেইসবুক। এবারে নতুন যাচাই ব্যবস্থা নিয়ে ফের প্রশ্নের মুখে পড়তে পারে প্রতিষ্ঠানটি।

দুই সপ্তাহ আগেই ফেইসবুক স্বীকার করে যে ২০ থেকে ৬০ কোটি গ্রাহকের পাসওয়ার্ড প্লেইন টেক্সট ফরম্যাটে মজুদ করা হয়েছে, যা প্রতিষ্ঠানের ২০ হাজার কর্মী সার্চ করতে পারেন।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar