ad720-90

‘ছক উল্টে দিতে’ মাইক্রোসফট ছাড়লেন সোনিয়া


মাইক্রোসফটের
আগে পিসি নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান ডেল-এরও বাংলাদেশ প্রধান ছিলেন তিনি। তবে, এবার
তিনি অন্য কোনো ‘চাকরি’তে যোগ দিচ্ছেন না।

বিডিনিউজ
২৪ ডটকমকে সোনিয়া বলেন, “এতো দিন বিদেশি প্রতিষ্ঠানে কাজ করেছি, বিদেশিদের সফটওয়্যার
বিক্রি করেছি। এবার সেটা উল্টায়ে দিব।”

“এতো
এতো ছেলেমেয়ে কম্পিউটার সায়েন্স পড়ছে, পাশ করছে, এদের আমরা কাজে লাগাতে পারছি না।”

নতুন
প্রতিষ্ঠান সম্পর্কে সোনিয়া বলেন, “প্রযুক্তি নিয়েই কাজ করবো। কিছু বিনিয়োগকারী আগ্রহী
হয়েছেন আমার প্রকল্পে।”

ব্যবসায়িক
খাতে কাজ করার পাশাপাশি তিনি সোনিয়া ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা পর্ষদের সদস্য।
 মাইক্রোসফটে কাজ করার পাশাপাশি তিনি টেক হাবস
প্রতিষ্ঠা করেন। প্রযুক্তির মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীকে সক্ষম করার কাজে নিয়োজিত এই
সংস্থা। পাশাপাশি তিনি স্বল্পোন্নত দেশগুলোর জন্য প্রতিষ্ঠিত ইউনাইটেড নেশনস টেকনোলজি
ব্যাংকের গভর্নিং কাউন্সিল ভাইস চেয়ারম্যান ও বোর্ড মেম্বার; ইউনেস্কো মহাত্মা গান্ধী
ইন্সটিটিউট অফ এডুকেশন অ্যান্ড পিস-এর বোর্ড মেম্বার; ফিনটেক স্টার্টআপ ডি মানি ও স্বাস্থ্য
বিষয়ক স্টার্টআপ সিনটেক- এর ভাইস চেয়ারম্যান ও সহ-প্রতিষ্ঠাতা। তিনি ‘এঞ্জেল ইনভেস্টর’
হিসেবে বিভিন্ন স্টার্টআপের সঙ্গেও যুক্ত আছেন।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar