ad720-90

গ্যালাক্সি ফোল্ড: বিক্রির আগেই ভেঙে যাচ্ছে পর্দা!


কোনো
নতুন ডিভাইস বাজারে ছাড়ার আগে পরীক্ষণের জন্য বাছাই করা লোকজনকে নমুনা ডিভাইস ব্যবহার
করতে দেয় নির্মাতা প্রতিষ্ঠানগুলো। সম্প্রতি তেমন বেশ কিছু পরীক্ষণাধীন নমুনা ডিভাইসের
পর্দা ভেঙ্গে যাওয়ার ঘটনা ঘটেছে।

পরিস্থিতি
বিবেচনায় ডিভাইসটি বাজারে আনার তারিখ স্থগিত করেছে দক্ষিণ কোরীয় এই ইলেকট্রনিক জায়ান্ট।

এ বিষয়ে
স্যামসাং বলেছে- “ডিভাইসটি নিয়ে প্রতিক্রিয়া পুরোপুরি যাচাই এবং অভ্যন্তরীণভাবে আরও
পরীক্ষা চালানোর জন্যই গ্যালাক্সি ফোল্ডের সরবরাহ পেছানো হয়েছে।”

চলতি
মাসে বেশ কিছু প্রাথমিক পরীক্ষক অভিযোগ করেন তাদের গ্যালাক্সি ফোল্ডের পর্দা কয়েক দিন
ব্যবহারের পরই ভেঙ্গে যাচ্ছে।

২০০০
মার্কিন ডলারের এই প্রিমিয়াম ডিভাইসটির বিক্রি কবে নাগাদ শুরু হবে তা নতুন করে আর জানায়নি
স্যামসাং। সামনের কয়েক সপ্তাহের মধ্যে নতুন তারিখ দেওয়া হবে বলে ধারণা প্রকাশ করা হয়েছে
বিবিসি’র প্রতিবেদনে।

প্রতিষ্ঠানের
পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, তাদের ধারণা “কিছু পরীক্ষকের ডিভাইসের কব্জার ওপর এবং
নিচের খোলা অংশে আঘাত লেগে পর্দা ভেঙেছে।”

চলতি
সপ্তাহে হংকং এবং শাংহাইতে ডিভাইসের উন্মোচন ইভেন্ট আয়োজনের কথা ছিল স্যামসাংয়ের। সেগুলোও
বাতিল করেছে ইলেকট্রনিক পণ্য নির্মাতা দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি। এর পরপরই ২৬ এপ্রিল
মার্কিন যুক্তরাষ্ট্র এবং ৩ মে যুক্তরাজ্যের বাজারে আসার কথা ছিল ডিভাইসটি।

ভেঙে
যাওয়া ডিভাইসগুলোতে কী ত্রুটি ছিল তা খতিয়ে দেখছে স্যামসাং। কিছু ক্ষেত্রে দেখা গেছে
পরীক্ষকরা স্ক্রিন প্রোটেক্টর ভেবে পর্দার একটি আস্তর তুলে ফেলেছেন।

“ডিভাইসটির
যত্ন এবং সুরক্ষা আস্তর নিয়ে আমরা নীতিমালার দিকেও জোর দেবো,”– বলেছে স্যামসাং।

ইতোমধ্যেই
ফোল্ডএবল স্মার্টফোন উন্মোচন করেছে চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ে এবং শিয়াওমি। কিন্তু এখনও
ডিভাইসটি বাজারে আনার তারিখ ঘোষণা করেনি কোনো প্রতিষ্ঠান।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar