ad720-90

চলতি বছরই ১০০ স্বচালিত গাড়ি নামাবে ফোর্ড


বৃহস্পতিবার প্রতিষ্ঠানের মবিলিটি প্রেসিডেন্ট মার্সি ক্লেভরন বলেন, ফোর্ডের আয়ের হিসাব থেকে দেখা গেছে মায়ামি এবং ওয়াশিংটন ডিসিতে স্বচালিত গাড়ির প্রকল্প ভালোভাবে এগোচ্ছে।

ক্লেভরন আরও বলেন, শহরে স্বচালিত গাড়ির পরীক্ষা চালানোর পরিকল্পনা করছে ফোর্ড- “গাড়ির ক্ষমতা প্রমাণের জন্য অনেক জটিল সেটিংস দিয়ে পরীক্ষা চালানো হবে।”

মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র প্রতিবেদনে বলা হয়, টেসলা এবং জিএম-এর মতো প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোকে টেক্কা দিতে মৌসুমী আবহাওয়া অঞ্চল এবং শহরের জটিল পরিবেশে স্বচালিত গাড়ির পরীক্ষা চালাবে ফোর্ড।

ক্লেভরন বলেন, ‘পয়েন্ট-এ-টু-পয়েন্ট-বি’ মাইলের পরিবর্তে ‘জটিল মাইলের’ দিকে নজর দিচ্ছে ফোর্ড। যেসব অঞ্চলে সবাই অবসরে আছেন এবং রাস্তার অবস্থা খুব বেশি বদলায় না সেগুলোকে বলা হচ্ছে ‘পয়েন্ট-এ-টু-পয়েন্ট-বি’ মাইল।

এ বছরের শেষ দিকেই তৃতীয় আরেকটি শহরে স্বচালিত গাড়ির পরীক্ষা চালানোর পরিকল্পনা করছে বোর্ড।

চলতি বছরের মার্চ মাসে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, স্বচালিত গাড়ির উন্নয়নের গতি বাড়াতে মিশিগানে নতুন একটি কারখানা বানানো হবে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar