ad720-90

এজ ব্রাউজারকে আটকাচ্ছে না গুগল


ক্রোমিয়াম ইঞ্জিন যোগ হওয়ায় এজ ব্রাউজারের নতুন সংস্করণে গুগলের সব সেবা ঠিকভাবে কাজ করবে– খবর প্রযুক্তি সাইট ভার্জের।

গুগলের সব সেবা ঠিকভাবে চলার কথা থাকলেও চলতি সপ্তাহের শুরুতে বেটা টেস্টারদের অনেকেই অবশ্য অভিযোগ করেছেন ব্রাউজারটিতে গুগলের এন্টারপ্রাইজ মেসেজিং সেবা ‘গুগল মিট’ হঠাৎ করেই বন্ধ হয়ে যাচ্ছে। আর তাদেরকে বার্তা দেওয়া হচ্ছে গুগল ক্রোম বা ফায়ারফক্স ডাউনলোড করার জন্য।

এজ ব্রাউজারে এমন বার্তায় অনেকেই ধারণা করছেন এতে গুগলের সব সেবা সম্ভবত ব্যবহার করা যাবে না। পরবর্তীতে গুগলের এক মুখপাত্র বলেন, “ক্রোমিয়াম এবং ওয়েবআরটিসি’র ব্যবহার বৃদ্ধির বিষয়টি আমরা উইনিফাইড কমিউনিকেশনস খাতের জন্য ইতিবাচক মনে করি।”

“এজ ব্রাউজারের ডেভেলপার প্রিভিউই সংস্করণে হ্যাংআউটস মিট-এর অভিজ্ঞতা যোগ হওয়ায় আমরা উচ্ছ্বসিত এবং এটি সবার জন্য উন্মুক্ত হলে আমরা আনুষ্ঠানিকভাবে এতে সমর্থন দেওয়ার পরিকল্পনা করছি।”





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar